পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাতদিনে না পাঞে শঙ্কর-দরশন। খঙ্গে শির কাটিতে তুলিল ততক্ষণ । মহাকারুশিক শিব উঠিয়া সম্রমে । হাথে হাথ ধরিয়া রাখিল সেইমনে ॥ শিব-পরশনে হৈল সৰ্ব্বাঙ্গ সুন্দর। বর ম্যঙ্গ বুলিযা বুলিলা মহেশ্বর ॥ তুষ্ট হইলাঙ আমি কেনে বৃথা দুঃখ কর । সেই সেই বর দিব যত নিতে পার । তবে বর মাঙ্গে বুক পাপ দুরাচারে । যার মাথে হাত দেঙ সেই যেন মরে । এ বোল শুনিএ শিব দুঃখিত অস্তরে। বর দিঞা বুক সস্তোষিল মহেশ্বরে ॥ উঠিয়া কি বোলে দৈত্য শুন ভূতনাথ । বুঝিব তোমার মাথে দিয়া নিজ হাথ । পরীক্ষা করিঞা তবে চলিব হেথা হলে । এ বোল শুনিএ শিব ভয় পাইল মনে ॥ তরাসে পালায় শিব কম্পিতশরীর। শঙ্করে খেদিঞা লঞা যায় মহাবীর ॥ যতেক পুথিবীতল আকাশমণ্ডল । দশ দিগ নদ নদী পৰ্ব্বত সাগর ॥ স্বরলোক নাগলোক সপত পাতাল । পলায় শঙ্কর দেব না পায় নিস্তার ॥ তত্ত্ব না জানিয়া লোক রহে নিশবদে । পল{য় শঙ্কর দেব পড়িয়া প্রমাদে । শঙ্করে বিহবল দেখি প্রভু দয়াশীল। দ্বিজবটু-বেশ ধরে সুন্দরশরীর। দও কমণ্ডুল ধরে অঞ্জিন মেখলা । জলস্তু আলিঙ্গ যেন পরে অক্ষমালা । আগুবাড়ি কৈল গিয়া অসুর-সম্ভাষা । বিনয় বচনে কৈল কুশল জিজ্ঞাসা । কহ কচ বৃকাসুর খেদ পরিহর । কি কাজ তোমার কেন বিশ্রাম না কর। কি কাজ কোথাতে বাহ কহত অম্বর । দুর্গ বিলজিয়া কেন আইলে এতদূর । ঐকৃষ্ণ-প্ৰেমতরজিণী (too কৃষ্ণের অমৃতময় শুনিয়া বাচন । কহিল সকল কথা শকুনি-নন্দন । তবে কৃষ্ণ বোলে বুক না করিলে ভাল। শিবের বচনে আছে প্রতীত কাহার ॥ যে শিব দক্ষের শাপে প্রেতিবেশ ধরে । ভূত পেত সঙ্গে করি শ্মশানে বিহুরে ॥ যদি তার বাক্যে থাকে প্রতীত তোমার শিরে হtথ দিয়া দেখি বুঝ আপনার ॥ অসত্য বচন যদি শঙ্করের হয় । তবে তুমি মারিহ শঙ্কর ঘরাশয় ॥ পুনরপি আর যেন অগত্য না বোলে । ঈশ্বর-vসবক যেন এ. ত না ও ড়ে । কৃষ্ণের অমৃত-বাণী মধুর ভাষণে । ভরমে বিচার করি না বুঝিল মনে । আপনার মাথে তুলি দিল নিজ চাথ । ভস্ম হৈল বুক যেন হৈল বজ্রপাত । লমো নমো জয় জয় শবদ গগনে | সাধু সাধু শব্দ হৈল পুষ্প বরিষণে ॥ দেব ঋবি পিতৃগণ গন্ধৰ্ব্ব কিন্নর । বাজন নাচন কৈল বিবিধ মঙ্গল । পুরুষ পুরাণ হরি গুণের নিধান । পুনরপি আসিয়া শিবেল সন্নিধান ॥ শুন শুন মহাদেব দেখিল নয়'নে । আপনার পাপে পাপী মঞ্জিল আপনে ॥ মহাজনে পাপ করি কে তরিতে পারে। বিশেষে জগৎ শুরু তুমি মহেশ্বরে ॥ অমোঘ-বিহার হরি অনস্ত-শকতি । অশেষ করুণানিধি মুরগ- পতি । শিবের সঙ্কট হfর কৈল পরিত্রাণ । ষেবা কহে যেবা শুনে এ পুণ্য আtখ্যান । সৰ্ব্বপাপ ছরে তার ভব-বিমোচন । রিপুক্ষয় মিত্রজয় বৈকুণ্ঠে গমন । জান গুরু-গদাধর ধীরশিরোমণি । ভাগবত আচায্যের প্রেমতরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং ৰৈয়াগিক্যাং দশমম্বন্ধে অষ্টানীতিতমোছধ্যায়: ॥ ৮৮ ৷