পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

é*२ এতেক বচন বলি ইঙ্গ শচীপতি । তপ অঙ্গ করিব চিন্তিল মন্দমতি । সগণে পাঠায়্যা দিল প্রতিপতি কাম । মন্দগতি পবন বসন্ত মুর্তিমান ॥ চলিল অপরাগণ ইন্দ্রের বচনে । বহু ভাতি নৃত্য করে প্রভু বিদ্যমানে ॥ পঞ্চ শরে রতিপতি বিন্ধিল মরমে । ললিত বসন্ত-বাত কুমুমিত প্ৰাণে ॥ আদিদেব নারায়ণ জ{{লল সকল । তপভঙ্গ করে শচীপাও পুর - র ॥ হাসিয়া কি বোলে তবে দেব নারায়ণ । লা কর না কর ভয় শুন হু নাগণ । স্বথে রহ তুমি সব না করিং ভয় । আগমনে ধন্ত হৈল সকল আলয় ॥ এতেক বচন যদি বুলিল শ্ৰীহরি । চরণে পড়িল দণ্ড পল্পণাম কfর ॥ শিরে কর পরি খোলে ভয়ে কম্পমান । ইন্দ্রগণ বোলে প্রভু করে অবধান ॥ এ কোন বিচিত্র প্রভু তুমি অবিকার । অg নিরঞ্জন তুমি প্রকৃতির পর ॥ আত্মারাম নিকরবন্দিত পাদপদ্ম । যোগিগণ-হৃদয় কমল নিজ সন্ম । তোমার পদারবিন্দ করিতে সেবন । দেবকৃত বহু বিঘ্ন হয় উপসম ॥ নিজপদ বিলভিঘয়। উচ্চপদে চলে । তে-কারণে দেবগণ বষ্ট বিঘ্ন করে ॥ অল্প দেব ভজিতে দেবের এেrধি লহে । যজ্ঞভাগ লএঃ তারা মুখী ইএ রহে ॥ তোমার সেবক নাথ সৰ্ব্বধৰ্ম্ম তেজে ॥ একান্ত ভকতি করি সাভে তোমা ভজে । আন দেব করিয়া না করে বস্তুজ্ঞান ৷ তে-কারণে নীল বিঘ্ন হয় উপাদান ॥ তুমি যদি রক্ষা কর নিজ ভৃত্য করি। যথা তথা রহে বিঘ্ন-শিরে পদ ধরি ॥ ক্ষুধা তৃষ্ণ শীত বাত জরা শোক ভয় । কাম লো শু আদি সব মহ জালাময় ॥ অপার সাগর তরি রসে পদ-জলে । ঞেtধবশে সেহে ব্যর্থ পুণ্য লোপ করে এইরূপে ইঞ্জগণ করে নানা স্তুতি । হেনকালে নারীগণ অদ্ভুত মুরতি । নারায়ণ পরিচর্য্যা করে চারি পাশে । ইজগণ দেখি আঁখি মুদিল তরালে । শ্ৰীমদ্ভাগবত হরল অঙ্গের গন্ধে ইন্দ্রগণ-চিত্ত । রূপ দরশনে সভে হৈলা বিমোহিত । হালিয়া কি বোলে তবে নরনারায়ণ । না কর সম্বম তোরা শুন দেবগণ ॥ আমার সাক্ষাতে দেখ যতেক রমণী । মাঙ্গিয়া ইহার লেই কথা একখানি । এক কন্ত লয়্যা কর স্বগের ভূষণ । আজ্ঞা শিরে ধরিয়া চলিল। ইগ্রগণ । প্রণাম করিয়া আজ্ঞা মাগিল চরণে । একখানি কন্ত লয়্যা গল দেবগণে ॥ ইন্দ্রের নাচনী সেই অঞ্চসরা উৰ্ব্বশ । সুর সিদ্ধ বিমোহিনী পরম রূপসী ॥ হেন কস্তা দিল লঞা ইন্দ্র বিদ্যমানে । আদি হৈতে কহিল সকল বিবরণে ॥ গণমুখে মহিমা শুনিএ পুন্দর। জানিল সাক্ষাতে সেই পরম ঈশ্বর ॥ বিস্ময় ভাবিয়া ইন্দ্র রহিল। সন্ত্রমে । হংস অবতার রাজ শুণ সাবধালে হংসরুপে আয়ুযোগ কৈল উপদেশ । দত্তাত্রেয় অবত" ধর্ক্সে ভঙ্গ ৬বেশ । সনকাদিরূপে চাfর ব্ৰঞ্চার কুমার । ঋষত আমার পি৩ ইংস অবতার M হয়গ্ৰীব অবতারে -বপ উatীরঙ্গ । মধু বধ করিয়। ভগত নিস্তারিল ॥ পুথিৰা করিয়া লেী কী মৎস্য অবতারে । বেদ উদ্ধারিলা হাঁর প্রণয়-সাগরে । ধরিয়া বরাহরূপ দৰ্শনশিখরে। পৃথিবী তুলিয়া খুইল জলের উপরে । কৌতুকে ধরিয়া প্রভু কুৰ্ম্ম-কলেবর ॥ অমৃত-মথনে পৃষ্ঠে ধfরল মন্দর ৷ হরি অবতার করি ভক্তের কারণে । চক্রে নএ কাটি কৈল গজেন্দ্র মোক্ষণে ॥ যাটি সহস্র মুনি বালিখিল্যগণে । কগুপের ষজ্ঞে তারা কান্ত বহি আনে। যাটি সহস্র মুনি বহে একখানি ডালে । নানা দুঃখে হয় বৎস পদজল পারে ॥ বৎসপদ জলে ঋষি মজিল সাগণে । আপনে আসিয়া উদ্ধারিলা নারায়ণে ॥ বুত্রবধে ব্ৰহ্মবধ ইন্দ্রের হইল । ইন্দ্র উদ্ধারিয়। দেব পরিত্রাণ কৈল । নরসিংহ অবতারে আদি দৈত্য মারি । দেৰ উদ্ধারিল হরি অস্বর সংহারি ॥