পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. �ዓ8

না বুঝে পাময় যার বেদে গুণ গায়। যোগেন্দ্র মুণীন্দ্র যারে ধিয়ালে বেয়ায় । (১) সদত কুকথ কষ্ঠে নানা মনোরথে । তে-কারণে দুষ্টঙ্গল ভ্ৰমে কৰ্ম্মপথে । মদ্যমাংস স্ত্রীসেবা লোক ব্যবহার । বেদে কভু না বুঝায় এ সব আচার। এ সব লোকের ধৰ্ম্ম বেদ আজ্ঞা নয় । ব্যবস্থা করিয়া বেদ করএ নির্ণয় ॥ স্ত্রীসেবা করিবে যদি কামে হৈয়া অন্ধ । বিতা করি তবে যেন করয়ে এীসঙ্গ । মদ্য মাংস খায় য দ ছাড়িতে লা পারে । যজ্ঞ লক্ষ্য করি যেন পশুবধ করে । মছে বা ইহাতে কতু আছে বেদবিধি । ৰেদতত্ত্ব না বুঝিয়ু বলে পশুবুদ্ধি। ৰনে কৰ্ম্ম সাধিব ধনের প্রয়োজন । ধৰ্ম্ম হলে তত্ত্বজ্ঞান হয় উতপয় ॥ দেহ-গেহ-ভরপ-মাত্র করে হেন ধনে । ছরস্ত দেহের মৃত্যু না দেখে নয়নে । মগু মাংস খাইব যদি যজ্ঞের বিধানে । গন্ধমাত্র লৈব যা করিব মুরাপানে ॥ পশুৰধ করিব কেবল যজ্ঞকালে । জীবহিংসা কদাচিৎ কেছে৷ জানি করে। পুত্ৰ হেতু স্ত্রী সম্ভাষিব বুধজনে । স্ত্রীলঙ্গ না করিব স্বরতি কারণে ॥ সৰ্ব্ব বেদে কহে এই জীবের স্বধৰ্ম্ম । অশাস্ত দুরন্ত জনে লা বুঝে এ মৰ্ম্ম ॥ মুর্থ হএ আপনাকে পণ্ডিত হেন বলে । না বুঝিয়া বেদবাণী পশুবধ করে। ৰত পশু বধ করে দেবতা উদ্দেশে । সেই পশুগণ তাখে খায় অবশেষে । বে যাখে fহ-সএ তাথে করে সেই হিংলা । প্রাপিবধ বুধজনে না করে প্রশংলা ॥ লতার ঈ র হরি এক ভগবান। লৰ্ব্বভুতে বৈসে ইরি সর্বত্র সমান ॥ কেবল ঈশ্ববদ্রোচী প্রাণিবধ করে । প্রেম অঙ্গবন্ধ করি মৃত কলেবরে ॥ হ্রস্ত পতিত তার হয় অধোগতি । বিবিধ নরকভোগ করে প্রাণঘাতী । ( ১ ) পাঠান্তর,— ৰোগেন্দ্র মুন" যাকে ধেয়ানে না পায়।" ঐীমভাগৰত মোক্ষগতি যে না বুঝে কিঞ্চিত পণ্ডিত ॥ ধৰ্ম্ম অর্থ কাম মাত্র কেবল বঞ্চিত । নানা কৰ্ম্মে নাহি তার ক্ষণেক বিশ্রাম । আত্মঘাতী পাপী তার নাহি পরিভ্ৰাণ ॥ সেই আত্মঘাতী যার নাহি শাস্তি দয়া । আপনাকে বলে জ্ঞানী জ্ঞানে মুগ্ধ হঞা। দৈবে তার কালে হরে সকল বাঞ্ছিত । এহ লোকে পরলোকে সেই সে বঞ্চিত ॥ নানা দুঃখে নিরমিল স্বত বিত্ত দার। পশু ভৃত্য অশেষ সম্পদ পরিবার। অস্তকালে যায় পাপী সব পরিহfর । পাপ পুণ্য দুহ মা এ নিজ সঙ্গে করি। নরকে মজিয়া পাপী দুঃখ ভোগ করে। শ্ৰীহরি-বিমুখ জলে কচু শাহি তরে। তবে রাজা জিজ্ঞাসিল নিমি মতিমান । কোন যুগে কোন বর্ণ ধরে ভগবান । কোন রূপে কোন যুগে পূজে নরগণে । কি লাম কি ৰিধি তার কfষ্টবে এখনে ॥ কহে করতাজন রাজার বাণী শুনি । অবতার-কথা কলি-কলুষঘাতিনী । সত্য ত্রেতা দ্বাপর কলি চাfর যুগে । নানা নাম বর্ণ হরি ধরে নানারূপে । নানা বিধি বিধানে পুজয়ে নানা লোকে । যুগ অবতার রাজা শুন একে একে ॥ সত্যযুগে শুক্লবৰ্ণ শিরে জটাভার । কৃষ্ণাজিন অক্ষমাল পরে বৃক্ষছাল ॥ চারু চতুর্তজ দণ্ড কমণ্ডলু ধরে। শান্ত দাস্ত হিওতে জনে পুয়া করে । শম দম তপ করি সাধুজনে ভজে । সমজ্ঞানে মুনিগণে ভক্তিভাবে পুজে । বৈকুণ্ঠ সুপর্ণ হ’ল ধৰ্ম্ম যোগেশ্বর। পরমাত্মা পুরুষ ঈশ্বর নিরমল । সত্যযুগে ধরে হরি এই সব নাম । শুক্লবণে অবতার ধরে ভগবান ॥ ত্রেতাযুগে রক্তবর্ণ চারি ভুজ ধরে । কনক বরণ কেশ ক্রকৃ ক্ৰব করে । কুশের মেখলা ধরে যজ্ঞ কলেবর । সৰ্ব্বদেবষয় হরি ভুবন ঈশ্বর । বেঙ্গবাদী কৰ্ম্মপৰ মা শাক কাহ্মণ । বেদৰিদ্ধাময় যজ্ঞে পুজল তখন ॥ বিষ্ণু যজ্ঞ পু শ্লগভ সৰ্ব্বদেৰ নামে । উরুক্রম বুধাকাপ বোলে সৰ্ব্বজনে ॥