পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী Qbr@ একদিন যুক্তি কৈল স্বৈরিণী পিঙ্গলা । ধনলোভে কাম৩াবে হইয়া ব্যাকুলা ॥ সঙ্কেত করিয়া এক ধlনক-কুমারে । মন্দিরে আলিব তারে চিন্তিল প্রকারে ॥ বসন ভূষণে অঙ্গ কৈল বিভূষণ । রজনী সময় আসি দিল দরশন ॥ ঘরে হৈতে যtখ বেখ্যা বাহির জুয়ারে । পথে যত লোক আই সে সভাকে নেহ'লে ॥ হের কাস্ত আইcস ঘোর কিবা অন্ত হয় । কত আইসে কত যা , কি তার নির্ণয় ॥ ন জানি লঙ্কেত করি না অইল কেন । সেই বা ধনিক আইসে কিবা অন্ত জন । এইরূপে মনে মনে চিস্তয়ে পিঙ্গলা । ছটপটি করে বেখ্যা কামেতে ব্যাকুলা । ঘর হৈতে বাহির বাহির তৈতে ঘর । এইরূপে গতাগতি করে নিরস্তর। অন্ধর লি বহি গেল এইত প্রকারে । বৈরাগ) সেন্মিল তার হেন অবসরে । দেখ দেখ মোর এত বড় মোহজাল । ধনলোভে সৰ্ব্বনাশ কৈলু আপনার । অশাস্ত পুরুষে মুঞি কাস্তবুদ্ধি ধরি। এত কাল গেল ব্যর্থ ধন-আশা করি ॥ নিকটে উত্তম কাস্ত সৰ্ব্বফলদাতা । সৰ্ব্বলোক গতিপতি বিধির বিধাতা । হেন কাস্ত-রতন পুরুষ দূরে তেজি । অশাস্ত দুরস্ত কান্ত দু:খময়ে ভজি। অতি মতিহীন মুঞি বিধিবিমোহিতা ॥ কুপুরুষ-পতি সঙ্গে কেবল বঞ্চিতা । মুঞি নারী পরবেশ করি হেন ঘরে । নিরস্তর ঝরে ঘর এ নব দুয়ারে । বিষ্ঠা মুত্রে পরিপূর্ণ ঘরের তিতরে। নখ লোম কেশে তার ছাউনি উপরে ॥ হাডুময় বঁাশ দিয়া ঘরের সাজনি। হেন ঘরে প্রবেশিএ মুঞি দুচারিণী ॥ সকলের আত্মা নাথ প্রিয় হিতকারী। হেন প্ৰভু বিসরিয়ে দূরে পরিহরি ॥ দুর্গত কামুক সঙ্গে রমিলু বিস্তর । ব্যর্থ কাল গেল মোর নেম বিফল ৷ জনম মরণ যার নানা দু:থ শোক । তার সনে কোন কাজে কৈল বতিভোগ ॥ অtছুক মাতুস দেব সেছে যায় নাশ । বিনে কৃষ্ণ ভঙিলে গা ছাড়ে মায়াপাশ (১) ॥ হেন বুঝি মোরে তুষ্ট হৈল ভগবান । বৈরাগ্য-কারণে ষ্টেন জনমিল জ্ঞান (২) । শরণ পশিল আজি সে দেব-চরণে । সকল দুরাশা তেজি ভজিমু যতনে ॥ সে প্রভুর সঙ্গে মুঞি রমব অস্তরে । যেন-তেল-মতে প্রাণ রাগিব শরীরে ॥ ভবকূপে নিপতিত বঞ্চিত সে জন । বিষয়ে হরিল যার এ দুষ্ট নয়ন ॥ কালসৰ্পে গরাসিল যায় কলেবরে । কৃষ্ণ বিনে পরিত্রাণ কে করিতে পারে। এই সে আপনে কৈল আপন উদ্ধার । অস্তরে বৈরাগ্য থাকে বিষয়ে যাহার ॥ এইরূপে বিস্তুর চিস্তিল মনে মনে। সকল তেজিল বেখ্যা চিত্ত সমাধানে ॥ নৈরাপ্ত পরম মুখ আশা দুঃখময় । বুঝিয়া পিঙ্গলা বেণ্ডা দঢ়াইল হৃদয় ॥ তেজিয়া সকল আশা আনন্দে রহিল । পিঙ্গলা দেখিয়া আমি সে ধৰ্ম্ম শিখিল । শুনিএা উদ্ধব যোগ স্থির কর মতি । ভাগবত-আচার্য্যের মধুর ভারতী ॥ -,fyaלזו" ( צ) “কৃষ্ণের ভজন বিনে না ছিণ্ডে মোহপাশ * -,a שזלזן• (א) "বৈরাগ্য-কারণে মোর হৈল দিব্যজ্ঞান (* ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে একাদশৰন্ধে অষ্টমোছধ্যায়: ৮ ॥