পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী (? & Y কিৰা কৰ্ম্ম কৈলে নাথ হয় প্রতিকার। কিৰা কৰ্ম্ম করিলে সংসার নহে আর । (১) যে ছয় উচিত নাথ কহিবে নিশ্চয়। জ্ঞানখঙ্গে কাট মোর চিত্তের সংশয় ॥ উদ্ধবের বচন শুনিএ লারায়ণ । কহিতে লাগিলা জীবগতি বিবরণ ॥ আপনে নিগুণ জীব সহজে ঈশ্বর। মায়া অবলম্ব করি ধরে কলেবর ॥ অবিদ্যা বন্ধন হেতু কৰ্ম্ম অধিকার । তে কারণে কহি বিধি নিষেধ আচার ॥ সত্ত্ব শুদ্ধি পৰ্য্যস্ত করিব শুভকৰ্ম্ম । তবে ভক্তি সাধিব তেজিয়! সৰ্ব্বধৰ্ম্ম ॥ শুভাশুভ কৰ্ম্মে তার নাহি অধিকার । তার বিবরণ কহি শুন যুক্তি সায় ; এক জীব সূক্ষ্ম মহেশ্বর নিরাধার । ( ২ ) ষটুচক্র ভেদিলে জানি প্রকাশ তষ্ঠার । প্রথমে আধারচক্রে জীব স্বক্ষণয় | দ্বিতীয়ে মধ্যমচক্রে কিঞ্চিৎ নির্ণয় । মণিপুরচক্রে কিছু পরকাশ হয় । চক্রভেদে বুঝিব জীবের পরিচর্য । তুগিয়া বিশুদ্ধ চrে লিৰ রন্ধ দেশে । ব্ৰহ্মরন্ধে তুলিলে সাক্ষাতে পরকাশে। শূন্তে যেন আনল কেবল মাত্র লখি । কাষ্ঠে কাষ্ঠে মথিলে কিঞ্চিৎ মাত্র দেখি । কাষ্ঠ দিলে সেই অগ্নি বাঢ়ে অতিশয় । ঘৃত দিলে পুম বেশ-প্ৰজলিত হয়। এই মত আমার শ্রমুখ বিগলিত । যঢ়চক্ৰ ভেদিয়া বেদবাণী প্রকাশিত। এইরূপে জানিবে জীবের তত্ত্বগ৩ি ৷ লিত্য সনাতন জীব অনস্ত-শকতি । প্রথমে আছিল এক জীব নিরাকার । অব ও ঈশ্বর জীব নিরালম্ব নিরাধায় । সেই ৭ীব এক হুই নানা শক্তি ধরি । নানারূপ পরকাশে নানা মুঠি ধরি । ( ১ ) পাঠাভয়,-- *কৈলে পুন জন্ম নাহি আৰ । অক্সচ কি কৰ্ম্ম করিলে ভৰ সংসারের পার ।" ( ২ ) পাঠাত্তর,—

  • \धक बम निब्रअन शून्न भरश्वब्र ।'

রজোগুণে সেছ প্রভূ স্মৃষ্টি লীলা করে । সত্বগুণে তমোগুণে পালয়ে সংহারে । প্রভূর মায়ায় করে জগৎ নিৰ্ম্মাণ । জগত না হয় ভিন্ন এক ভগবান ॥ ( ১ ) দীঘল পাপাইলে ) যেন স্থতার গাথুনি স্থতার বসলে যেন এক করি জানি । এইরূপে জগত গধূনি নারায়ণে অস্তরে বাfছরে কিছু নাহি প্ৰভু বিনে । অনাদি সংসার-খুক্ষ এই কৰ্ম্মময় । ভোগ অপবর্গ মাত্র পুষ্প ফল হয় । পুণ্য পাপ দুঃ শাজ বৃক্ষ উৎপন্ন । অনন্ত বাসন-মুচে বুক্ষের স্থাপন । তিন গুণে নি কি ক্ষের তিন নাল । পঞ্চভুত নিচে • এ পঞ্চ রসাল । ( ও ) পঞ্চরস ধরে মুক্ষ এ tip বিষয় । একাদশ ক্ষৰ শাপ হয় । দুই গুট ৮ং পক্ষ ক্ষে করে স্থিতি । তিন ধাতু তিন ত্বক বুক্ষে বাপিতি । পুণ্য পাপ জুই গুল লুক্ষে ধরে ফল । স্বৰ্য্য পৰ্য্যস্ত *** গ্লুক্ষেঃ প্রশর } এক গুনি পািখ এ ব থায় বৃক্ষ ফল । নিজগুণ পাঠ" রয় করে ঘরে ঘর ॥ না খায় গাড়ে ; +ল আtং এক পাখী । বনে বলে বসে ক্যানে দেখে সৰ্ব্বnাক্ষী । সে পার্থ "শ; জানে সব মায়াময়। এক ব্ৰহ্ম বন্ধ গুণে নালাক্কপ হয় ॥ সেই স জানএ .বদ-বেদাস্তের সার । তবে তার নীঃ আর কৰ্ম্মে অধিকার । এ বোল পুঝিয়া ক ! গুরু-উপা’ লা । ভকতি-কুঠারে -২ ন কয় দুৰ্ব্বাসনা । সাবধান হয় ; িআপনাকে চিন । অস্ত্র তেজি অপমাকে ব্ৰহ্ম হেন মণি ॥ ভাগবত-আচ"ধ্যর মধুর্য ভাষ; } গদtধয়চরণারী 4ল মাত্র অtশ । ר, עצ"נין" ( צ) "জগতে ন দখি ভল্ল শক ভগবান ।” (২) দীঘল পথ মিল –অ’ তান বিতান, টান পড়নি , " ভাষা । (७ ) कछ१ ° ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে একাদশস্কন্ধে দ্বাদশোইপ্যায়ঃ ১২ ৷