পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকৃষ্ণশপ্রেমতরঙ্গিণী \ყ)თაე জ্ঞাননিষ্ঠ ভক্তিনিষ্ঠ যে জন আমার । সব ঠাঞি অনপেক্ষ বৈরাগ্য যাহার ॥ তেজিয়া সকল ধৰ্ম্ম আশ্রম লক্ষণ । যথা তথা নিজমুখে করে পর্য্যটন। কৰ্ম্মলেশ নাহি তার বিধি অধিকার । বুধ হয় বালবত আহার বিহার ॥ সৰ্ব্বধৰ্ম্ম জালে জড়বত হৈয়া রহে । বুঝি তেঁহো উনমতদূত কথা কহে ॥ বেদবাদরত নৈৰ নহিব পাষণ্ড । তর্কবাদ-বিবাদ বৰ্জিব পদে গু। পক্ষপাত না করিব কারো ভাল মন্দ | কারে সহে না করিব চিত্তগত সঙ্গ । উদৰেগ না করিব কাহার কারণে । না বঢ়াইব উদ্বেগ ভোগ কারো সনে। অতিবাদ না করিব কার অবজ্ঞান । কারো সঙ্গে না করিব বেরাহুবন্ধন ॥ এক আত্মা সৰ্ব্বভুতে বিবিধ কল্পনা । এক চন্দ্র জলভেদে যেন দেখি নানা। না লভিলে অবসাদ ন করিব চিত্তে । লভিলে হরিল না করিব হাদিগতে । ( ১ ) অদৃষ্ট-অধীন সব দৈব নিয়োজিত। দৈবযোগে সুখ দুঃখ মিলে আচম্বিত। উপায় চিন্তিব কিছু উদর কারণে । দেহের ধারণা হেতু করিব যতনে। দেহ রক্ষা হৈলে উতপন্ন তত্ত্বজ্ঞান । তত্ত্বজ্ঞান হৈলে মুক্তিপদ উপাদান ॥ দৈবযোগে অল্প যদি ভালমন্দ মিলে । তূণবাস তশশয। যেন তেন পাইলে । তাহা লঞা তুষ্ট হৈব'গ্ন্যাসী দওধর। সন্তোষ পরম মুখ জানিব কেবল । শৌচ আচমন স্নান বিধিবোধ করি । না করে আচার ধৰ্ম্ম মুনি দণ্ডধারী। ভাল মন্দ দগুধর মুনি না বিচারে। লীলায় ঈশ্বব যেন নানা কৰ্ম্ম করে। -,#שזנזו" ( צ) "জলভো ৰিবাদ কভু না করিৰ চিতে । লভ্যেতে হরিব না করিৰ হৃদিগতে ॥" স্বৰ্গবাস সুখভোগ দুঃখ পরকালে ( ১ ) । এতেক জানিএা যায় বৈরাগ্য অস্তরে ॥ জিজ্ঞাসা করিয়া গুরু করিব আশ্রয় । পরিচর্য্য করিয়া ভজিব অতিশয় ॥ আমি গুরু কেবল জানিহ দৃঢ় মনে । শ্রদ্ধা করি গুরু আরাধিব অনুক্ষণে ॥ উপদেশ লইয়া ভক্তি সাধিব আমার । তবে মুনি লীলাএ স“সার হয়ে পার ॥ যদি ছয় রিপু না জিনিল দণ্ডধর । প্রচণ্ড ইন্দ্রিয়গণ পাড়ে নিরস্তর। বিষয়-বৈরাগ্য নৈল জ্ঞান উতপন্ন । জগুধরি জীয়ে মাত্র সন্ন্যাস-লক্ষণ ॥ সে না পাপী সৰ্ব্বদেব কৈল অপহার। আপনাকে আপলে হরিল দুরাচীর । এই লোক পরলোক সব হৈল নাশ । বিনাশের হেতু তার কেবল সন্ন্যাস । অহিংসা সন্ন্যাস-ধৰ্ম্ম শম দম ক্ষাস্তি । বানপ্রস্ব-ধৰ্ম্ম তপ তত্ত্বজ্ঞান শাস্তি ॥ গৃহস্থকুলের ধৰ্ম্ম সৰ্ব্বজীবে রক্ষা। ব্রহ্মচারি-ধৰ্ম্ম গুরুসেবা ব্ৰত ভিক্ষা ॥ ব্ৰহ্মচৰ্য্য তপ শৌচ আমার সেবল । ঋতুকালে ধৰ্ম্মপত্নী কাম সম্ভাষণ । গৃহস্থ কুলের ধৰ্ম্ম এ সব লক্ষণ । চারি বেদ চারি ধৰ্ম্ম কৈল নিরূপণ ॥ স্বধৰ্ম্ম করিয়া নিত্য যে ভজে অামারে। সৰ্ব্বভূতে বলি আমি দেখে চরাচরে ॥ আমার ভজন বিলে আtল নাহি জ্ঞানে । ভক্তিযোগ হয় তার আমার চরণে ॥ আমি ব্রহ্ম উতপতি প্রলয় পালন । সৰ্ব্বলোক মহেশ্বর সভার জীবন ॥ হেন আমি ব্রহ্ম পায় ভকতি-কারণে । পরিত্রাণ হেতু আর নাহি ভক্তি বিনে ॥ কছিল উদ্ধৰ গুমি যে কিছু পুছিলে। যেরূপে আমারে পায় তক্তগণ তরে ॥ ভক্তিরল গুরু শ্ৰীগদাধর জ্ঞান । ভাগবত আগয্যের মধুবস গান । - ------- س۔---- ( ১ ) পাঠাস্তব,—“স্বৰ্গবাসে ফুখভোগ নানা পরকারে"। ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে একাদশ স্কন্ধে অষ্টাদশোংখ্যায়ঃ ॥ ১৮ ।