পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী به هوي ভক্তি জ্ঞান সাধি মাত্র নয় কলেবরে। স্বৰ্গবাণী হয়। কিছু গাধিতে ন পারে। মাহূব-শরীর ধরি সাধি ভক্তি যোগ । স্বর্গ নরকে মাত্র পাপ-পুণ্যভোগ । এ বোল বুঝিয়া বিচক্ষণ মতিমান । স্বৰ্গ-নরক দুই দেখিব সমান ৷ সকল ঈশ্বর-মায়া মনে বিচারিব । স্বর্গ নরকমধ্যে এক না বাঞ্জিব ॥ মানুষ-শরীর না বাঞ্ছিব কদাচিৎ ৷ দেহযোগে এ ঘোর সংসারে নিপতিত এ বোল বুঝিয়া মৃত্যু যাবত না ঘটে । তাবত সাধিয়া মোক্ষ (১) তরি যাইব ঝাটে অনিত্য মামুষ-জন্ম সৰ্ব্বসিদ্ধি হেতু । অপার সংসার-সিন্ধু-পরিত্রাণ-সেতু ॥ হংস পক্ষী রহে ভববৃক্ষে করি বাস । যমদূতে কাটিয়া সমুলে করে নাশ । বুঝিয়া ছাড়িব বৃক্ষ হংস ছতিমাম । নিজ মুখে পরিপূর্ণ নিরমল জ্ঞান । রাত্রি দিলে পরমায়ু কাল মৃত্যু হরে । বুঝিয়া আকুল বুধ কম্পিত অস্তরে । সৰ্ব্বসঙ্গ তেজি সৰ্ব্ব চেষ্টা পরিহরি । শাস্ত হয়্যা রঙ্গে বুধ তৰে মন ধরি ॥ সৰ্ব্বশ্রেষ্ঠ কলেবর নরদেহ ধরি । সুলভ দুলভ তবে ভব সিন্ধু তরী ॥ আমি অমুকুল বাত গুরু কর্ণধার। তবে যদি নহে জীব তব-সিন্ধু পার । আত্মঘাতী সেই পাপী জানিব নিশ্চিত । ভবকূপে নিপতিত কেবল বঞ্চিত । সৰ্ব্বারপ্ত-পরিত্যাগী নিৰ্ব্বিগ্ন সংসারে । অভ্যাসে চঞ্চল মন রুধিব অস্তরে ॥ যদি মন ধরিতে না পারে কদাচিৎ ৷ অনুরোধে মন বান্ধি রাখিব পণ্ডিত ॥ মনোগতি না ছাড়িব পবন-দুয়ার । জিনিব ইঞ্জিয়গণ প্রাণ অহঙ্কার । সত্ত্বগুণে মনোবশ করিব যতনে । এই সে পরম যোগ মন নিরোধনে ॥ চঞ্চল তুরঙ্গ যেন বুঝি তার মন । অন্সপে অলপে রাখে করিয়া দমন ॥ এইরূপে বশ করি মন দুরাচার। জনম মরণ মাত্র দেখিব সভার ॥ ( ১ ) পাঠান্তর,-"ভক্তি"; অল্পজ,-"ভূয,খ* । যাবত চঞ্চল মন নহেত প্রসন্ন । তাবত দেখিব সত্য নহে ত্ৰিভূবন । গুরু-উপদেশে যদি স্থির চিত্ত হৈল । সৰ্ব্বত্র বৈরাগ্য যদি কেবল জন্মিল । চিস্তিতে চিস্তিতে মন তেজে দুৰ্ব্বাসনা । স্থির হয়্যা রছে মন তেজিয়। কল্পনা ! সংযম নিয়ম আদি যোগপথ সাধি । তত্ত্বজ্ঞান মন বশ করি নিরবধি ॥ আমার মধুর মুক্তি করি উপাসনা । শ্রবণ কীৰ্ত্তন ধ্যান অচ্চন বন্দন । এইরূপে বশ করি যন তুরঙ্গম । আমার চরণে ধরি করিব সংযম । যদি যোগী প্রমাদে নিনিত কৰ্ম্ম করে । দfইব সকল পাপ নিজ যোগবলে ॥ আমার কথায় যার শ্রদ্ধা জনমিলা ॥ সৰ্ব্বকৰ্ম্ম তেঞ্জিয় নিৰ্ব্বিপ্ন যদি হৈলা । যদি বিচারিল কামভোগ দুঃখময় । তেজিতে না পারে রাগ দূর লাচি ছয় ॥ পারিতি করিয়া তবে ভজিল আমারে । হৃদয়ে নিশ্চল করি শ্রদ্ধা পুরস্কারে । কামভোগ পরকালে (দখি দুঃখময় । ভোগমাত্র করে দুঃখ ভাবিয়া হৃদয় ॥ ভক্তিভাবে নিরবধি সতে আমা ভজে । তবে আমি রহি তার হদয়-পঙ্কণ্ডে । হৃদিগত কাম তার সব দূর যায়। সংসাব তরিতে এই উত্তম উপায় ॥ আমাকে দেখিলে সে সকল জীবময় । হৃদিগত গ্রন্থি ছুটে ছিওয়ে সংশয় ॥ সৰ্ব্বকৰ্ম্ম ক্ষয় তার হয় সেইক্ষণে । এ বোল বুঝিয়া ভক্তি সাধিব যতনে ॥ আমার তকত যত যোগী মহাশয় । জ্ঞান বৈরাগ্যাদি তার যদি বা না হয়। পায় ভক্তিযোগে মুক্তিপদ উপাদান । এই লে কারণে ভক্তি সাপে মতিমান ॥ নানা কৰ্ম্ম তপ-পুণ্য-দানধৰ্ম্ম সাধি । তবে জ্ঞান বৈরাগ্য যতেক হয় সিদ্ধি । স্বর্গ অপবর্গ যদি বাঞ্ছে কদাচিত । ভকত জনের মিলে অশেষ বাঞ্ছিত ॥ আমার ভকত কিছু বাঞ্ছা নাহি করে। দিলেহ সম্পদ আমি দূরে পরিহরে । কৈবল্য সম্পদ আমি দিলেঅ না লয় । সৰ ঠাঞি নিরপেক্ষ উদার আশয় ॥