পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিদ্ধগণ যোগিগণ যাহাঁতে সঞ্চরে। সৃষ্টি করে ব্ৰহ্মা তিন লোকের উপরে। পৃথিবীর তলে ব্ৰহ্মা স্বজিল পাতাল। আমুর পয়গ নাগ তাছাতে সঞ্চার ॥ এই তিন লোক মাঝে ভ্ৰমে কৰ্শ্বিগণ। যোগী সন্ধ্যাগীর হয় উপরে গমন । মহলোক জন তপ সত্যলোকে স্থিতি । ভক্তিযোগে আমার বৈকুণ্ঠলোকে গতি ॥ ব্ৰহ্মারূপে স্বঞ্জি আমি এ লোক আধার। কালরূপে করি আমি জগতসংহার। অনিত্য সংসার গুণযুত কৰ্ম্মময়। ইহাতে মজিয়া দুঃখ ভুঞ্জে অতিশয়। স্থল স্বল্প তৃণ বেণু স্থাবর জঙ্গম। মায়া-বিনির্শ্বিত সব এ চৌদ্দ ভুবন । সভাতে ঈশ্বর বৈসে সৰ্ব্বত্র সমান। অনিত্য সংসার মাত্র সত্য ভগবান ॥ স্ত্রীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী ఆ30* এইরূপে স্বষ্টি হয় ব্ৰহ্মাও ঘটন। যাবত কটাক্ষে আমি করি নিরীক্ষণ । ভুরুক্ষেপে আমি যদি করি অভিলাষ । তিলেকে ব্ৰহ্মাণ্ড ঘট সব যায় নাশ ॥ যাহা হৈতে যার যার উতপতি হয়। তার তার হয় গিয়া তাহতে প্রলয় ॥ সকল প্রবেশ করে প্রকৃতি ভিতরে । কালরূপে দেবমীয়া প্রকৃতি সঞ্চরে ॥ কালের প্রলয় হয় জীব মহেশ্বরে। আমাতে প্রবেশে জীব নিগুণ কেবলে ॥ তবে আমি কেবল আপনে মাত্র থাকি । আমি বিনে আর কিছু বিচারে না লখি ॥ আপনার আপলে আশ্রয় নিরাধার । আমি বিনে অবশেষে কিছু নাছি আর ॥ এই সঙ্খ যোগ বৎস সংশয়-ভেদন । চিত্তগত ভ্রমহয় কৈবল্য কারণ ॥ ব্যবহার-হেতু মাত্র যতেক বিকার । নিরস্তর এহি যদি করিএ সন্ধান । আদি অন্ত মধ্য সত্য এই মাত্র লার। অজ্ঞান বিৎলেদ হয় ফুরে দিব্যজ্ঞান। প্রকৃতি জনমভূমি পুরুষ আধার। ধীরশিরোমণি ঐগদাধর জান । বিশ্ব-প্রকাশের হেতু নিরাশ্রয় কাল ॥ ভাগবত-আচার্য্যের মধুরল গান। ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে একাদশস্কন্ধে চতুৰ্ব্বিংশোহধ্যায়: ॥ ২s ॥ পঞ্চবিংশ অধ্যTয় | বরাড়ী রাগ । প্রভু বলে শুন বৎস ভকত উত্তম। এ লৰ লক্ষণ তমোগুণে অনুমানি । সত্ত্ব রজ তমোগুণ কহিব লক্ষণ ॥ তৰে শুন উদ্ধৰ আমার হিতবাণী ॥ শম দম তপ ত্যাগ সত্য দয়া স্মৃতি । ধর্শ্ব অর্থ কামে যার গৃহে দৃঢ় চিত্ত। তুষ্টি দয়া শ্রদ্ধা লজ্জা ধুতি শুদ্ধমতি। সত্ত্বগুণ অম্বুমানি এ সব লক্ষণে । রজোগুণের লক্ষণ কহিব এখনে ॥ কাম চেষ্টা তৃষ্ণা মদ গৰ্ব্ব অভিলাষ। ভেদমতি মুখবাস্থা স্বশ পরকাশ। হাস্ত বীৰ্য্য বল পরাক্রম অহঙ্কার। এ সব জানিব রজোগুণের ৰিকার । ক্ৰোধ লোত্ত হিংলা দত্ত অসত্য ভাষণ । विषांण कमाण ८ञांक चांणऽ अंबन ॥ সে জনে জানিব বৎস ত্রিগুণে জড়িত। শম দম শাস্তি দয়া দেখিব যে জনে । সত্ত্বযুক্ত লে জনে বুঝিব অনুমানে। দম্ভ মাৎসর্ষ্য ক্রোধ দেখিএ বাহার । লে জনে জানিব তমোময় দ্বরাচার। সে জন আমাকে ভজে শ্রদ্ধা ভক্তি ধরি । সব ঠাঞি নিরপেক্ষ সৰ্ব্ব পরিহরি। সে জনে সাৰিক মহাপুরুষ জানিব । ৰজোগুণ তমোগুণ ৰিচারে বুঝিৰ ।