পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীমদ্ভাগবত وانا چوخ ফমায়া-বিমোহিত ব্ৰহ্মশাপ উপছত পড়িল সকল বীরগণ । ক্রোধে কুলক্ষয় কৈল বাঁশের আগুনি যেন পোড়য়ে সকল মহাবল ॥ কুলক্ষয় হৈল যদি কালরূপী ভগবান মানিলা পৃথ্বীর গেল ভার। তবে বলভদ্র রাম নিজ যোগ অবলম্বে তেজিলা মামুষ-অবতার। নিজ ধামে গেল রাম দেখিয় দৈবকীস্বত বসিলা অশ্বখ তব মুলে । প্রকটত নিজরূপ চারি ভুজ বিরাজিত সূৰ্য্য-কোটি জিনি কলেবরে। নিজ আভা বিরাজিত দশদিগ প্রকাশিত শ্ৰীবৎসলক্ষণ ধনশ্ৰাম । তপ্ত হাটক-জ্যোতি সকল মঙ্গল গুণধাম । সুন্দর মুস্মিতযুত বক্ত -কমল নীল মুকুঞ্চিত কুন্তলবিলাস । বিকশিত কঞ্জ মঞ্জ, মকরকুণ্ডল পরকাশ । কটিমুত্র ব্রহ্মসূত্র কিরীট কঙ্কণ হার নুপুর রতন অঙ্গুরী । বনমাল বিললিত কৌস্তুভ বিরাজিত অস্ত্রগণ রহে মূৰ্ত্তি ধরি। তুলিয়া দক্ষিণ উরে বাম পদ তরুমুলে বসিলা আপনে বনমালী । জরা নামে ব্যাধ আইল মুযলের অবশেষ লোহার নিৰ্ম্মিত শর ধরি। মৃগ আকার চরণ দেখি চরণে বিন্ধিল সেই শরে । পীত বসনযুগ মৃগ শঙ্কা করি চতুৰ্ভুজ রূপ দেখি ভয়েতে ব্যাকুল ব্যtধ পণ্ডিল প্রভুর পদতলে ॥ না জানিএ মুঞি পাপী কৈলু হেন অপরাধ ক্ষেম ক্ষেম মুঞি দুরাচীর । যার নাম স্মঙরণে অজ্ঞান তিমির ধ্বংস সংসার-সাগর হয় পার । মুঞি ছার কি বলিৰ সকল তোমার মায়া ব্যাধঞ্জাতি পতিত বঞ্চিত। স্বকরে বধিয়া মোরে এবার পাতক হর যেন হেন না করো দুষ্কৃত । ষার যোগ লীলাগতি না বুঝে বিরিঞ্চি হর বেদবিশারদ মুনিগণে । গ্ৰনয়ন যুগল । তোমার মায়াতে নাথ বিমোহিত সৰ্ব্বলোক মুঞি পাপী জানিৰ কেমনে। ব্যাধের বচন শুনি আজ্ঞা দিলা নারায়ণ উঠ জরা পরিহর ভয়। আমার ইঙ্গিত এই যে কৰ্ম্ম করিলে তুমি স্বর্গে চল হয়্যা পুণ্যময়। ইৎস-কলেবর হরি আজ্ঞা দিলা কৃপা করি শিরে ধরি উঠিল। সত্বরে। পুনঃপুনঃ প্রদক্ষিণ দণ্ড পরণাম করি দিব্যরথে গেল সশরীরে। র স্বৰ্গবাসে গেল দারুক সারথি আইল দিব্য গন্ধ-বাত অনুসারে । নিজ পতি দুfতমস্ত নিখিল জগতকাস্ত দেখিল অশ্বথতরুতলে ॥ vপ্রমভাবে ভীর জর বিগলিত কলেবর পড়ে দুই চরণ ধরিয়া । হা কৃষ্ণ হ নাথ বলি ভূমিতে লোটাঞা কানো কেন লাথ কল্প হেন মায়া ! আজি আমি অন্ধ হুৈলু অন্ধতমে প্রবেশিলু দশদিগ না দেখি নয়নে । কোথা যাব কি কপ্লিব fকরূপে বা আমি জীব তুমি প্রভু প্রাণনাথ বিলে। এইরূপে কাকু করি দারুক সারথি কানো রথরাজ উড়িল আকাশে । ভূষণ বাহন যুত গরুড় লাঞ্ছন রথ চঞ্জকোটি সম পরকাশে । তার পাছে অস্ত্রগণ কৈল ধামে আরোহণ তবে আজ্ঞা দিল জলাদণ । চল স্থত যদুপুরে পুরুজলে কহ কথা জ্ঞাতিগণ-নিধন-বৃণরণ ॥ বলভদ্র-গতিকথ। কহিয়া আমার দশ কেহ জানি রহে যদুপুরে। আমি পরিহরি যদি নিজপদে প্রবেশিলু যদুপুরী মজিব সাগরে ৷ পুর পরিজন লঞা ইন্দ্রপ্রস্থে রহ গিয়া অৰ্জুনে রাখিব নিজ সাথে । তুমি জ্ঞাননিষ্ট হ্যা সৰ্ব্বধৰ্ম্ম উপেখিয়া থাকিহ আমার ধৰ্ম্মপথে । জানিই আমার মায়া রচিত এ সব লোক শাস্ত হৈয়া চল নিশবদে । প্রভুর এতেক বাণী দারুক সারথি শুনি ভূতলে পড়িল প্ৰণিপাতে।