পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\$v শ্রীমদ্ভাগবত উঠিয়া প্রভাতকালে শ্রবণ কীৰ্ত্তন করে ভক্তিভাবে করে স্মঙরণ । কৃষ্ণের অদ্ভুত গতি সে হয় নি ল মতি বিষ্ণুপদে করে আরোহণ ॥ দারুক সারথি তবে স্বারকামণ্ডলে গিয়া বসুদেব উগ্ৰসেন আগে । পড়িল চরণে ধরি কান্দে আত্তনাদ করি কহিলা সকল মহাভাগে ॥ শুনিএ দারুকমুখে সব পুরজন শোকে মুরছিত হৈল অচেতন । ত্বরিতে চলিলা কৃষ্ণ বিরহে বিহবল লোক যথা যদুকুল-বিনাশন ॥ আণখি মুখ শির হানি কানো সব নরনারী ভূমিতলে লোটাঞ লোটাঞাঁ । বসুদেব রোহিণী দৈবকী নিজ প্রাণ তেজি গেল রাম-কৃষ্ণে না দেখিয়া ॥ পত্নীগণ পতি সঙ্গ চিন্তিয়া উপরে ধবি (১) ভূজপাশে দিয়া আলিঙ্গনে। নিজ নিজ তন্তু ছাড়ি চলিল বৈকুণ্ঠপুঃী প্রবেশিল দীপ্ত হুতাশনে ॥ কৃষ্ণ-পত্নী অষ্ট প্রবেশিল মৃত্তাশন বিদর্ভ জুহিতা আদি করি । অর্জুন চিন্তিয়া মনে কৃষ্ণ-গীত স্মঙরণে শাস্ত হৈলা কৃষ্ণে মন ধরি ॥ হত যত বন্ধুগণ পিণ্ড জল-অগ্নিদান অৰ্জুন করায় একে একে ॥ (১) পাঠাস্তল,—

  • চিতার উশরে জঙ্গ "

কৃষ্ণ গেলা পরিচরি সমুদ্রে দ্বারকাপুরী মজিল দেখএ সৰ্ব্বলোকে । কৃষ্ণের শ্ৰীঘর ছাড়ি মজিল দ্বারকাপুরী যাথে হরি নিত্য সন্নিধান ॥ স্মরণে দুরিতহর পুণ্যকর ধন্ততর সৰ্ব্বগুণ মঙ্গল ৰিধান ॥ বজ্রমাথে ছত্র ধরি রাজ-অভিষেক করি ৰাল বৃদ্ধ স্ত্রীগ লইয়া। ইজপ্রস্থে নিজ দেশে অৰ্জুন চলিলা তবে দুঃখ শোকে হতমতি হৈয়া । তোমার সকল পিতা মহগণে শুনি তবে অৰ্জুনের মুখে বিবরণ। তুমি বংশধর রাজা রাজ্যে অভিষেক করি তবে কৈলা স্বৰ্গ আরোহণ ॥ এ সব ষ্ণেয় লীলা বিচিত্র বিহার মৰ্ম্ম শ্রবণ কীৰ্ত্তন যেবা করে। ত্রিভুবনে সহ ধন্ত ব্ৰহ্মাদি দেবের মান্ত কৃষ্ণময় হৈয়া সেই চলে । হেলায় প্রসঙ্গ সঙ্গে যদি বা শ্যনয়ে মাত্র কৃষ্ণের মহিমা গুণ নাম । পাপাচার রঙ কিবা অশেষ ছুরিত রত সেহ পাপ পায় পরিত্রাণ ॥ জন্ম কৰ্ম্ম নিরস্তর ষেবা শুনে ধন্তবর কৃষ্ণে লভে হৈয়া কৃষ্ণময় । যথ তথা যেব1 নরে শ্রবণ কীৰ্ত্তন করে তার নারায়ণে ভক্তি হয় ॥ একাদশ ভাগবত রষ্ণগুণ সমূদিত কহিল সকল কথা বন্ধে । ভাগবত-আচার্য্যের বুদ্ধি মন নিয়োজিত গদাধর-চরণারবিন্দে ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে একাদশস্কন্ধে একত্রি"শোংধ্যায়: ॥ ৩১ ৷ সমাপ্তশ্চtয়মেকাদশ: স্কন্ধঃ । ১১ ৷