পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰণাল-শ ক্ৰন্দ্ৰন্ধ । প্রথম অধ্যায় । মল্লার রাগ । মুনি বলে শুন রাজা কছিএ দ্বাদশ । ভবিষ্য কহিব যাথে কৃষ্ণ গুণ যশ । পুরঞ্জয় নামে রাজা হৈব ক্ষিতিতলে । পুত্ৰ হৈয়া জনমিব বৃহদ্রথ-ঘরে ॥ তার পাত্র শুনক মারিয়া তাথে বনে . আপন পুত্রকে রাজা করিব আপনে ॥ প্রদ্যোত তাহার নাম বলিব আtললে । তার পুত্র জন্মিব বিশী যুপ নামে । রাজক তাহার পুত্ৰ হৈব ক্ষিতীশ্বর } নন্দিবৰ্দ্ধন তার পুত্র মহা ধনুৰ্দ্ধর । এই পঞ্চ প্রস্তোতল হৈব ক্ষিতিতলে । একশত আটত্রিশ বর্ষ অভ্যস্তরে। তবে আর রাজা হৈব শিশুনাগ নাম । তার পুত্ৰ কাকবৰ্ণ হৈব বলবান। ক্ষেত্রধৰ্ম্ম তার পুত্র ক্ষুদ্রধৰ্ম্মা হৈব । ক্ষেত্ৰজ্ঞ তাহার পুত্র পৃথিবী শালিব । বিধিলার তার পুত্র জাতুকৰ্ণ নাম । তার পুত্র জম্মিৰ দৰ্ভক বলবান । তার পুত্র অজয় তার নন্দিবৰ্দ্ধন ॥ অজেয়-কুমার তবে লভিল জনম । মহানন্দি তার পুত্র এই দশ জন ॥ শিশুনাগ বংশে রাজা হৈব উতপন্ন। তিন শত ষাট ৰৎসর পরিমাণ । পৃথিবী ভুঞ্জিৰ তারা মহা বলবান । মহানন্দি-পুত্ৰ হৈব বুবলী-উদরে। মহাপদ্মপতি নাম ধরিব সংসারে ॥ ননা নামে হৈব আর লোক-বিনাশন। সেই হৈতে শূদ্র রাজা হৈব উতপন্ন। মহাপদ্ম রাজা হৈব দ্বিতীয় ভাস্কর । এক ছত্রে পুথিবী শাসিল মহাবল । স্থমাল্য প্রধান তার অষ্ট কুমার। শতেক বৎসর হৈব রাজ্য অধিকার। নৰ নন্দ রাজা হৈব দ্বিদ্ধপরায়ণ । এক বিপ্রে উদ্ধারিয়া করিব পালন ॥ তা-সভা অভাবে রাজ্য পাইব মৌর্ষ্যগণে । চন্দ্র গুপ্ত রাজা সেই করিব ব্রাহ্মণে ॥ তার পুত্র বরিসার হৈব ক্ষিতিপাল । অশোকবৰ্দ্ধন তার জন্মিব কুমার ॥ স্বযশা কুমার তার সঙ্গত তনয় । শালিশুক তার পুত্র হেব মহাশয় ॥ সোমশৰ্ম্ম তার স্বত শতধন্থ। নাম । তার পুত্র বৃহদ্ৰথ হৈৰ বলবান ॥ দশ মৌর্য্য হৈব রাজা মেদিণীমণ্ডলে । একশত সাঞিলিশ বৎসর ভিতরে ॥ অগ্নিমিত্র তার সুত মু৭্যেন্ত তনয় । বসুমিত্র তদ্রক পুলিন্দ মহাশয় ॥ তার পুত ঘোষ তার বজ্রমিত্র স্বত । তায় মুত ভাগৰত মহাবল যুত ॥ অষ্ট শুঙ্গ রাজা হৈব মহা বলবান । দশোত্তর একশত বৎসর প্রমাণ । তবে কথবংশ রাজা হৈব গুণহীন ॥ কলিযুগে পৃথিবী ভুঞ্জিব কথোদিন । শুদৰংশে কামী রাজা দেবভূতি নামে। কথামাত মহাৰলী বধৰ সংগ্রামে। আপনে করিব রাজ্য বসুদেব নাম । তার পুত্র ভূমিত্র জন্মিব বলবান ॥ তার পুত্র নারায়ণ হৈব নরেশ্বর। তিন শত পঞ্চাধিক চল্লিশ বৎসর ॥ কশ্বৰংশে পুথিবী পালিব কলিকালে । তার ভূত্য বৃফল জন্মিব ক্ষিতিতলে। স্বশৰ্ম্মা বধিয়া রাজা হৈব অন্ধ জাতি । কথোকাল রাজ্যতোগ করিব দুৰ্ম্মতি । কৃষ্ণ নাম তার ভাই বসিব আসলে । তার পুত্র জনমিৰ শাস্তকৰ্ণ নামে ॥ তার পুত্র পৌর্ণমাল হৈব ক্ষিতীশ্বর । তার পুত্র রাজা হৈব নামে লম্বোদর ॥ তাঁর পুত্র চিবিলিক হৈব নরপতি । তাঁর পুত্র রাঞ্জ ছেৰ নামে মেধস্বাতি ॥