পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అరిపి কছিল তোমারে রাজা শুন ৰূপগণ । অতুল সম্পদ মহাবল পরাক্রম। ভূমিতে মমত্ব করি তেজি কলেবরে । সভার নিধন হৈব এই মহীতলে। ক্রিমি ৰিষ্ঠ ভস্ম হয় রাজ-কলেবর । কি কারণে গৰ্ব্ব করে মতিহীন নর। দেহের কারণে পরপ্রাণবধ করে । সতে প্রয়োজন মাত্র লরকে সফরে । আমার পুরুষ কত পুরুষ শাসিল । এই ভূমি কারণে সকল গোষ্ঠী মৈল । আছিল আমার পিতা পিতামহগণ । তারা সব মৈল এই ভূমির কারণ ॥ সম্প্রতি সকল ভূমি এখনে আমার । ঐীমদ্ভাগবত পূর্ব হলে আমার বংশের অধিকার । পুত্র পৌত্র আমারি ভুঞ্জিব বসুমতী । এই বুলি কত কত মৈল ক্ষিতিপতি। মাটির নিৰ্ম্মিত ভাও মিছা কলেবর । ইহার লাগিয়া কত কত দগুধর । মোর মোর বুলিতে সকল তেজি গেল । কালে সব সংহারিল কথা মাত্র রৈল ॥ ভাগবত আচার্ষের এই কাকু ভাষা । সৰ পরিহরি ভাই কৃষ্ণে ধর আশা - * ( S ) *tठांख्द,- - "ভাগবত-সুধারস অপূৰ্ব্ব কাহিনী । পদবন্ধে কহি কৃষ্ণপ্ৰেমত্তরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে দ্বাদশস্কন্ধে দ্বিতীয়েt২ধ্যায়ঃ ৷ ২ ৷ তৃতীয় অধ্যায় / মুনি বলে শুন রাজা বিচিত্র কথন । পুথিবী হালিয়া বোলে দেখ ৰূপগণ ॥ দেখ-দেখ কত রাজা আমার কারণে । অস্তোন্তে যুঝিয়া ব্যর্থ মৈল অকারণে ॥ ধরণী হাসিয়া বোলে আহো দেবমায়া । কলি-বলক্রীড়াভা ও নরদেছ পায়া ॥ আচুক আনের কাজ পরম পণ্ডিত । রাজ-অভিমানে সেহ কামে বিমোহিত ॥ পয়ঃকেন সম দেহ তড়িত-চঞ্চল । তাহাতে বিশ্বাস করে মুঞি নরেশ্বর ॥ প্রথমে জিনিব আমি রাজ-মন্ত্ৰিগণ । তবে পাত্রে সামস্ত জিলিব পূরজন ॥ তবে মহামাতঙ্গ জিনিব মহা সেনা । তবে রাজা জিনি রাজপুরে দিব হানা ॥ ধরণী শালিব তবে সাগর পর্য্যস্ত । এই আশাবন্ধে করে রাজ্য-অনুবন্ধ ॥ নিকটে না দেখে যম কামে অচেতন । পৃথিবী হাসিম বোলে অহো বিড়ম্বন ॥ আমাকে জিনিএা করে সাগরে প্রবেশ । এহু লোকে পরিশ্রম পরলোকে ক্লেশ ॥ আমাকে তেজিয়া মই মন্থপুত্ৰগণ । কতকত রাজা গেল তেজিয়া জীবন ॥ বাপে পুত্রে হানাহানি আমার কারণে । অন্তোন্তে যুঝিযা মরে ভাই বন্ধুগণে ॥ আমি রাজা আমার সকল ভূমিখণ্ড । সাগর পর্য্যস্ত ফিরে পরচণ্ডদণ্ড । এই বুলি নৃপগণ মরে অভিমানে । আমার কারণে মৈল যুঝিয়া সংগ্রামে। পুখু গল্প পুকুরবা নহষ ভরত। মান্ধাত সগর তৃণন্দুি ভগীরথ । খটাঙ্গ অর্জুন মৃগ গাধি লরপতি । নৈষধ শাস্ত রঘু যযাতি শৰ্য্যাতি ॥ হিরণ্যকশিপু বৃত্র নমুচি শম্বর। নরক রাবণ বাণ তারক ইম্বল ॥ আর যত দৈত্যগণ নৃপতিমণ্ডল । সৰ্ব্বজিৎ সৰ্ব্ববিৎ শূর মহেশ্বর ॥ অামাতে মমতা করি মর্ত্য কলেবরে ৷ কথামাত্র অবশেষ সংহারিল কালে । মহাজনগণ-কথা কহিল তোমারে । যশ বিস্তারিয়া তারা গেল ক্ষিতিতলে।