পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 02ن وا অনাবৃষ্টি হৈব এক শতেক বৎসর । অন্তোভে তক্ষিয়া প্রজা মরিব সকল । দ্বাদশ সম্বর্ভ সহ স্বৰ্য্য পরচণ্ড । রসপান করিয়া শুষিব পৃথীখণ্ড । সুদৰ্শন নামে বহি সঙ্কর্ষণ মুখে । উঠিব পাতাল দহি এই মর্ত্যলোকে ॥ হেটে বহ্নি উপরে দহিব রবি-জালে । পুড়িয়া ব্ৰহ্মাওখও জপিব অনলে। দেখিব ব্ৰহ্মাও যেন পোড়া ঘসিখান । তবে সম্বর্তক বহি হৈব উপাদান। তবে পরচণ্ড বাত শতেক বৎসর । রহিব ধুলায় পুরি আকাশম হল । তবে মহামেঘগণ ধারা বীরষণে । শতেক বৎসর বৃষ্টি করিব তখনে ॥ নিষ্ঠুর গর্জন ঘোর মহাভয়ঙ্কর। জলময় হৈব সব ব্রহ্মাওমণ্ডল । পঞ্চভূত তত্ত্বগণ সব যাইব নাশ । তথি পরবেশ যার যাথে পরকাশ ॥ সব প্রবেশিব যায়্যা প্রতি ভিতরে । প্রকৃতি প্রবেশ যায়্যা করিব ঈশ্বরে। আদি অস্ত নাহি যার না দেখি বেকতে । না বাঢ়ে না টুগে কিন্তু থাকয়ে সাক্ষাতে ॥ মন ৰচলের যাথে নাহি পরবেশ । সত্ত্ব রজ তমোগুণ বিকারবিশেষ ॥ বুদ্ধি মন সকল ইঞ্জিয় (দবগণে । উদেশ না জানে যার নহে সন্নিধানে ॥ নহে জল নহে ভূমি পবন আকাশ । নহে জ্যোতি নহে চন্দ্র দিলেশ হতাশ ॥ অতৰ্কমিহিম শুম্ভবত নিরালম্ব। এক সোণা বহু ভেদ যেন দেখি নানা । এইরূপে লোকে বেদে বিবিধ কল্পনা । ব্ৰহ্ম হনে উতপতি জীব এহ্মময় । অহঙ্কারে অনাদি সংসারে বন্দী হয় ॥ তে কারণে অহঙ্কারে দেখি নানা ভেদ। গুরু জিজ্ঞাসিলে হয় অজ্ঞান বিচ্ছেদ ॥ মায়াময় অহঙ্কার জীবের বন্ধন। গুরু জিজ্ঞাসিলে বন্ধ হয় বিমোচন ॥ উপাধিবর্জিত জীব হয়ে ব্রহ্মময়। এই রাজা কছি আদি অষ্ট পরলয় ॥ (১) নিত্য পরলয় আর কহে জ্ঞানিগণ । ব্ৰহ্মা আদি সৰ্ব্ব জীবে ছখ অনুক্ষণ ॥ কালবেগে জন্ম প্রলয় ক্ষণে ক্ষণে । প্রতি দেহে নিরস্তুর ঝি অনুমানে ॥ চতুৰ্ব্বিধ প্ৰলয় কহিল সমাধানে । বিস্তারিয়া কহিতে ব্ৰহ্মাহ নাহি জানে। কালরূপী ভগবান জগত-বিধাত । উতপতি পরলস তার লীলা-কথা ॥ দুরন্ত সংসার-মোল সাগর তরিতে । -fগ্যবশে যদি বাঞ্ছা হয় কার চিতে ॥ অীন নৌকা নাহি কৃষ্ণ কথ!-রস বিনে । বহুবিধ দুঃখ দূর দহন তারণে ॥ এই মহাভাগবত পুরাণ সংহিতা । প্রকাশিল ভগবান সৰ্ব্বলোকপিতা ॥ স্থাপিলা ব্ৰহ্মার মুখে দেব হৃষীকেশ । ব্ৰহ্মা নারদেরে তবে দিলা উপদেশ । নারদ ব্যালের মুখে কৈল সমর্পণে । বেদৰIাস বিস্তারিলা আমার বদনে ॥ এই ভাগবত মহাপুরাণ সংহিতা । সেই সে সভার মুল প্রকট আনন্দ । সৰ্ব্বশ্ৰুতি সার বেদ-বেদাস্ত সম্মত ॥ কছিল তোমারে রাজা মহাপরলয় । কছিলেন স্থত শৌনকাদি মুনিগণে । ব্ৰহ্মা পৰ্য্যস্ত ব্রহ্মে পরিবেশ হয় । দীর্ঘ সত্রে সমূদিত নৈমিষ অরণ্যে। জ্ঞানময় রসময় মুখময় মাত্র। ভাগৰত আচার্যের মধুরলবাণী । আনন্দ পরমব্ৰহ্ম বিশ্রামের পাত্র। পরমার্থ-কথা কৃষ্ণপ্রেমতরঙ্গিণী ॥ তাহাতে প্রলয় উতপতি তাছা হনে। কিঞ্চিত সাদৃশ সত্য নহে তাছা বিনে । - নানারূপ যত দেখি লব তার মায়া। (১) পাঠাস্তর,— বিচারিলে সব বুঝ যেন ঘন-ছায়া ॥ "এই রাজা কহিল আত্যস্তিক পবলয় - ইতি শ্ৰীমদ্ভাগৰতে মহাপুরাণে দ্বাদশঙ্কন্ধে চতুখোংখ্যায়ঃ e ॥