পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Я/&#7 г7еу77ў у বেদাচাৰ্য্য মুনিগণ বহুশাখা করি। পঢ়াইল বহু শিষ্য বেদ-অধিকারী ॥ কহিল সকল তোমা-সব বিদ্যমানে । পুরাণ-লক্ষণ কহি শুন সাবধানে ॥ সর্গ বিসর্গ বৃত্তি রক্ষা মন্বস্তর। বংশাবলী রাজবংশ-চরিত্র সুন্দর ॥ প্ৰলয় ৰাসনা আর জীবের আশ্রয় । এই দশ লক্ষণ পুরাণ-পরিচয় ॥ কেহ পঞ্চবিধ কহে পুরাণ-লক্ষণ । অল্প বড় ব্যবস্থায়ে করি নিরূপণ ॥ অষ্টাদশ পুরাণ বাথানে মুনিগণে । ব্ৰহ্ম পুরাণ পদ্ম বিষ্ণু শিব নামে লিঙ্গ পুরাণ অার গরুড় পুরাণ । নারদীয় পুরাণ মঙ্গ ভাগবত নাম । অগ্নি পুরাণ স্কন্দ ভবিষ্য পুরাণ । ব্ৰহ্মবৈবৰ্ত্ত আর মার্কণ্ডেয় নাম ॥ বামন বরাহ মৎস্য কূৰ্ম্ম নাম ধরি । ব্ৰহ্মাণ্ড পুরাণ এই অষ্টাদশ বুলি । বিস্তারিয়া বেদশাখা কহিল সকল । তবে আর কি কহিব কহ মুনিবর ॥ গদাধর-পদযুগ এই রস জ্ঞান। ভাগবত-আচার্য্যের মধুরল-গান ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে দ্বাদশস্কন্ধে সপ্তমোইধ্যtয়: ৭ ॥ অষ্টম অধ্যায় । শুনিএা শৌনিক মুনি স্বতের বচন । সাধু সাধু বাখানিএা কি বোলে বচন ॥ ( ১ ) জীয় জীয় স্বত তুমি জীয় চিরকাল । তুমি দেখাইলে ঘোর সংসারের পার ॥ হেন শুনি চিরজীবী মার্কণ্ডেয় মুনি । কল্পক্ষয়ে নৈল বার মৃত্যু হেন ধ্বনি ॥ আমার পুরুষ বংশে তাহার উৎপতি । প্রলয়ে আছিল তিঁহো এ কোন যুকতি ॥ নাহি হয় পরলয় ইহার ভিতরে । কিরূপে ভাসিল তেঁহো প্রলয়-সাগরে ৷ অদ্ভুত বালক মুনি দেখিল নিকটে। শয়নে আছিল শিশু বটপত্রপুটে । এ বড় সংশয় স্থত অতি কুতুহল । কহিবে তোমার নাহি কিছু অগোচর । স্থত বলে ধন্ত ধন্ত মুনির প্রধান । ভtল প্রশ্ন কৈলে তুমি লোক পরিত্রাণ ॥ -,gaסן לזו" ( כ ) “সাধু সাধু ৰাখানিএগ বলেন কখন" অঙ্গচ,—"জাহলাদে পরিপূর্ণ হয় সৰ্ব্বজন । নাস্থায়ণ-কথা যথা কলিমলহর । সৰ্ব্বতীর্থ বৈসে তথা শ্রীতি-মনোহর । মার্কণ্ডের মহামুনি মৃক গু-কুমার । বাপে যদি কৈল তারে ব্রাহ্মণ-সংস্কার ; পঢ়িল সকল বেদ ওরুকুলে বসি । ব্ৰহ্মচৰ্য্য-ব্রতধর পরম তপস্বী । দও কমণ্ডলু করে শিরে জটাতার । যজ্ঞস্থত্র কৃষ্ণাজিন পরে বৃকছল । গুৰু দ্বিজ বহ্নি স্বর্য্য পূজে তিন কালে । ত্রিকাল পূজয়ে তরি হৃদয়-কমলে । ভিক্ষ মাগি আনি করে গুরু-সমপণ । গুরু যদি আজ্ঞা করে করয়ে ভোজন ॥ গুরু আজ্ঞা নহে যদি করে উপবাস । এইরূপে করে দ্বিজ গুরু কুলে বাস ॥ তপ আরম্ভিল তবে মুনির প্রধান । অযুত অযুত কত বৎসর প্রমাণ ॥ কৃষ্ণ আরাধিয়া মৃত্যু জিনিল ব্রাহ্মণে ৰহ্মা ভৰ আদি যত মুর মুনিগণে । দেব ঋষি পিতৃগণ শুনিয়া ৰিস্মিত । হেন মহাৱতধর মুনি মুচরিত ॥