পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমার পদারবিন্দ নিৰ্ব্বাণ নিধান । না ভজিলে কতু মহে এ লোক কল্যাণ ॥ কালরূপে কর তুমি জগত সংহার। ভূক্ষভঙ্গে হয় ব্ৰহ্মপদ অধিকার। তোমার মায়ায়ে তিন গুণ উপাদান। সত্ত্ব রজ তম এই ধরে তিন নাম । সেই তিন গুণে স্বষ্টি স্থিতি প্রলয় । এ সব তোমার লীলা কত কত হয় ॥ নমো নমো নারায়ণ ঋষি পুরাতন । নমো বিশ্বগুরু বিশ্বময় নরোত্তম । সমো নমো নারায়ণ ভবভয়ধবংস । শ্রীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ©8?) নমো নমো নিগম ঈশ্বর পরছংল। কেবল ইন্দ্রিয় পথে ভ্ৰমমতি জনে । হৃদয়ে থাকিতে কেই তত্ত্ব নাহি জানে । সভার অন্তরে বৈল অন্তর্যামী রূপে। তথাপি তোমারে কেহ ন জানে স্বরূপে । শঙ্কর বিরিঞ্চি তোমার মায়ায়ে মোহিত । না বুঝে তোমার তত্ত্ব নিগম-গোপিত ॥ বন্দো মহাপুরুষ তোমার পাদপদ্ম । নিগূঢ় পরমানন্দ ভক্তিচিত্ত-সদ্ম ॥ এইরূপে স্তুতি কৈল মুনি যোগেশ্বর। ভাগবত-আচার্য্যের প্রবন্ধ মুন্দর ৷ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে দ্বাদশ স্কন্ধে অষ্টমোহধ্যায়: ॥ ৮ ॥ নৱ জাগুTTয় ] এইরূপে স্তুতি কৈল মার্কণ্ডেয় মুনি । নর-নারায়ণ দেব বোলে কোন বাণী ॥ শুন শুন যোগেশ্বর হৈল সৰ্ব্বসিদ্ধি । সমাধি ধারণা ধান কৈলে নিরবধি। ভক্তিতাবে তপ তুমি কৈলে নিরস্তর। বর মাগ তৈষ্ট হৈল দিব দিব্য বর ॥ বর মাগ যোগেশ্বর যে হয় বাঞ্ছিত । জয়শন বিফল নছিব কদাচিত ॥ করযোড়ে কহে মুনি দেব দেবেশ্বর । অচ্যুত পরমানন্দ ভকত-বৎসল । এই বরে আর মম নাহি প্রয়োজন । চৰ্ম্মচক্ষে সাক্ষাতে তোমার দরশন। আজ ভব করে যার চরণ ধেয়ান । হেন প্রভূ সাক্ষাতে দেখিল বিদ্যমান ॥ শতপত্রনেত্র পুণ্যশ্লোক শিখামণি ৷ যদি বর দিবে নাথ দেব চক্রপাণি ॥ দেখাও তোমার মায়। দেব দেৰেশ্বর । কিঞ্চিত হাসিয়া প্রভু দিল সেই বর ॥ ৰর দিয়া গেলা হরি বদরিকাশ্রমে। চিন্তিতে চিস্তিতে মুনি রহিলা ধেমানে ॥ সৰ্ব্বঠাই রছে ছরি চিস্তিতে বিহবল ৷ প্রেমতরে ক্ষেণে ক্ষেণে পাসরে সকল । পুষ্পভদ্রা নদীতীরে পুণ্য তপোবনে। এইরূপে আছে মুনি গোবিন্দ ধেমানে ॥ Ն Ֆ হেনকালে হৈল মহা পরচও বাত। মহাভয়ঙ্কর মেঘ শব্দ উতপাত। চলিত তড়িত জাল বিশাল গর্জন। পরচও মহামেঘ ধারা বরিষণ ॥ চারি দিগে দেখা দিল এ চারিসাগর। গভীর সমীর ঘোর তরঙ্গ হিল্লোল। মহার্ণব ভয়ঙ্কর মকর কুম্ভীর। জগত মজিল জলে শবদ গম্ভীর ॥ ধরণী মজিল যদি প্রলয়-সাগরে। তরালে মুদিল আঁখি মুনি যোগেশ্বরে। ঘূর্ণিত প্ৰলয় জল-তরঙ্গ কল্লোল । নির্ঘাত নিষ্ঠুর ধারাপাত উতরোল ॥ দশদিগ অস্তরীক্ষ নক্ষত্রমণ্ডল । স্বৰ্গ মৰ্ত্ত্য ত্রিভুবন শশী দিনকর । মজিল প্রলয়-জলে সব চরাচর । সবে মাত্র তালে মুনি জলের উপর । ক্ষুধায় তৃষায় বিপ্ৰ ভ্ৰমিয়ে বেড়ায় । এদিগে ওদিগে ঘোর তরঙ্গে চালায় ॥ মৎস্ত মকরে বেঢ়ি খাইবারে আইলে । আকুল হৃদয়ে মুনি সিন্ধুজলে তালে। ক্ষেণে ক্ষেণে মহাগৰ্ত্ত জলে হয় তল । ডুৰে ডুবে উঠে ক্ষেণে দেখিয়া ফাফর। তরঙ্গে তুলিয়া ক্ষেণে আছাড়ে নির্যাসে। ক্ষেণে ক্ষেণে মহামৎস্ত ধরিয়া গরালে ।