পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি বর মাগিব নাথ তোমার চরণে । সৰ্ব্বকাম সিদ্ধি হৈল তোমা দরশনে ॥ তথাপি মাগিব এক বর বরেশ্বর । শ্ৰীহরি চরণে ভক্তি রহু নিরস্তর ॥ হরিভক্তজনে ভক্তি তোমার চরণে । না মাগিব আন বর এই বর বিলে ॥ এত স্তুতি কৈল বিপ্ৰ বচন অমৃতে । তুষ্ট হৈলা ভবদেব ভবাণী সহিতে ॥ এই বর দিলা ভক্তি রূহু নারায়ণে । আকল্প রহুক যশ এ তিন ভুবনে ॥ অজর অমর হও হোক দিব্যজ্ঞান । বিষয়-বৈরাগ্য হোক রচিছ পুরাণ ॥ ঐীমদ্ভাগবত এত বর দিয়া শিব শিবাণীর তরে। বিপ্রের পুরুব কথা কহিলা সকলে । অন্তৰ্দ্ধান কৈল শিব মুনির গোচর। মার্কণ্ডেয় মুনি হৈল অজয় অমর ॥ স্থত বোলে শুন শৌনকাদি পরধান । কহিল তোমাকে মার্কণ্ডেয় উপাখ্যান ॥ এ পুণ্য চরিত কৃষ্ণগুণ-সমুদিত । ষেবা শুনে শুনায় শুনিএা আনন্দিত । হরিভক্তি হয় তার ছিণ্ডে ভবপাশ । বিষ্ণুমূৰ্ত্তি হৈয়া অস্তে বিষ্ণুপদে বাস ॥ ভক্তিরস-গুরু শ্ৰীগদাধর জান । ভাগবত-আচার্য্যের মধুরল গান ৷ ইতিঃক্ৰীভাগবতে মহাপুরাণে দ্বাদশ স্কন্ধে দশমোহখ্যায়: ০ ১০ ॥ ঐক্টr"ড়শ জণ্ডTTয় | শুনিঞা শৌনিক মুনি পুণ্য উপাখ্যান । সুত মুখমুখরিত অমৃতনিধান ॥ এই জিজ্ঞাসিল আর স্থত সন্নিহিত। কহ স্থত তুমি সৰ্ব্বশাস্ত্রে স্বপণ্ডিত । ভাগবত গান করে কৃষ্ণ উপাসনা । অঙ্গ উপাঙ্গ অস্ত্র করিয়া কল্পনা। কি কিরূপে করে তারা কৃষ্ণ আরাধন । যাহা হৈতে তরে নর ফুরস্ত বন্ধন ॥ কহিবে সে সব সুত করিয়া নির্ণয় । কহিতে লাগিলা তবে সুত মহাশয় ॥ গুরুচরণারবিন্দে করিয়া প্রণাম | ঈশ্বর-বিভূতি কহি শুন মতিমান । ব্ৰহ্মা আদি যোগিগণে করিয়া কল্পনা । বিরাট বিগ্রহে করে ঈশ্বরতাবনা। এই সে পুরুব রূপ আদি নারায়ণ । আকাশমণ্ডল নাভি পৃথিবী চরণ ॥ স্বর্গ শির সূৰ্য্য আঁখি নাসিকা পবন । ব্ৰহ্মা লিঙ্গ দশদিগ, এ দুই শ্রবণ । লোকপাল চারি বাহু মন শশধর । ভুরু যম লজ্জা লোভ অধরযুগল । জ্যোতির্গণ দস্ত যার তরু লোমাবলী । মেঘগণ কেশ যার বিশ্ব-অধিকারী ॥ জীবের চৈতন্ত-গতি ( ১ ) কৌস্তুভ ভুষণ । কৌস্তুভ মণির প্রভা শ্ৰীবৎস লক্ষণ । নিজমায়া বনমালা নানা গুণময়ী । ছন্দোগণ রহে অঙ্গে পীত বস্ত্ৰ হই । ব্রহ্মস্বত্র হয়্যা গেল রহিল ওঙ্কার । মকর-কুগুলযুগ সাংখ্য যোগ যার ॥ প্রকৃতি অনস্তরূপে প্রভুর শয়ন। সত্ত্বগুণ পদ্মরূপে বসিতে আসন ॥ প্রাণতত্ত্ব গদ্যরূপ ধরি রহে করে । জলতত্ত্ব শস্থরূপে উপাসনা করে। খডগরূপ ধরিয়া আকাশতত্ত্ব রয়। চৰ্ম্মরূপ ধরে তমোগুণ তমোময় ॥ স্বদর্শন চক্ররূপে সেবে তেজোগণ । ধন্থরূপ ধরি কাল সেবে অনুক্ষণ ॥ সকল ইন্দ্রিয়গণ তঞ্জে শরীরূপে । ধরিয়া চামররূপ ধৰ্ম্ম যশ সেবে ॥ ছত্রেরূপ ধরিয়া বৈকুণ্ঠ নিজধাম । গরুড় স্বরূপে চারি বেদ মূৰ্ত্তিমান ॥ নিজ শক্তি সেবা করে লক্ষ্মীরূপ ধরি । অণিমাদি অষ্টগুণ দুয়ারী প্রহরী ॥ (১) পাঠাস্তর,—“চৈতন্য-জ্যোতি ।