পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জপি নিজ মন্ত্র,—দেহ নিৰ্ব্বাহ-কারণ । করিভাষ প্রসাদান্ন কেবল ভোজন । মৃত্ত-শৃপতির সেই ছিল পরিবার। তাহাদিগে বাটিয়া দিলাম স্নাক্ত্যভার ॥ তথাপি রাজ্যসম্বন্ধে বহুধা পকার । নিরস্তর দুঃখবোধ হইল আমার ॥ কম্বাচিত অন্য রাজা হৈতে ভয় হয়। কখনো বা চক্রবত্তী নৃপতি যে হয় । ৰিবিধ-আদেশগণ-পালনে তাহার। নিরস্তর নহে বশীভূত আপনার ॥ "জগদীশ্বরের সেবা-সিদ্ধের কারণ। সহিবারে হয়—যদি বলহ বচন । তাছার উত্তর কহি—করই শ্রবণ। জগদীশ্বরের প্রসাদাক্স যেই হুন। অন্ত স্থানে যদ্যপিহ কেই লয়া যায় । কোনক্রমে অন্ত জন স্পশ কৈল তায় ॥ জগন্নাথদেব-মহা প্রসাদ ব্যতীত । অন্ত-পৃষ্ট খাত্যে নাই—এ করি নিশ্চিত ॥ কোন সজ্জন তাহা না করেন ভোজল । এই মৰ্ম্মশৈল্য কৈল হৃদে প্রবেশন ॥ তাছাতে লে-রাজ্যে মহা-বৈরাগ। সন্মিল । কিন্তু শীঘ্র সেই রাজ্য তাজিতে নারিল ॥ তাহে হেতু—জগদীশসেবা মুখময় । রাজ্যত্যাগে তাছারো সেবার ত্যাগ হয় । এমতসময়েতে তৈর্থিক সাধুবর। মম পুরে আগমন করিলা বিস্তর ॥ কহিলেন—লবণলাগরতীরে ধাম । নীলাচলক্ষেত্র—পুরুষোত্তম যে নাম ॥ তাহে বিরাজিত দারুব্রঞ্চ জগন্নাথ । ঐশ্বতদ্র-শ্রীরাম-শ্ৰীলক্ষ্মীদেবী-সাথ । ভগবান পরমৰৈভবযুক্ত হন। উৎকলের রাজ্য স্বয়ং করেন পালন ॥ সেবকগণের প্রতি অতি স্নিগ্ধমন । আপন মাহাত্ম্য সদা করে প্রকাশন ॥ লক্ষ্মীদেবী অল্পাদিক করেন রন্ধন । স্বয়ং মহাপ্রভু তাহা করেন ভোজন ॥ দেবতাগণের তাহা মুদুলতে হয় । আপন সেবকগণে দেন দয়াময় ॥ নাম ‘মহাপ্রসাদ'—মুপবিত্রত হন । স্পশ্যাম্পশ্যদোষ তাহে নাহি কদাচন ॥ ৰেবা কোনস্থ নে নীত—না করি বিচার । ভোজন করিলে সৰ্ব্বপাপেতে নিস্তার ॥ 'Se ঐবৃহদ্ভাগবতামৃত Գe) আশ্চৰ্য্য পুরুষোত্তমক্ষেত্রের মহিমা । অনন্ত অনস্তমুখে দিতে নারে সীমা ॥ গর্দভাদি চতুভূজ যেখানে সদায় । প্রবেশমাত্রেতে অনায়াসে মুক্তি পায় । প্রফুল্লপুণ্ডরীকাক্ষ দেখিলে তথায় । আশ্চৰ্য্য অশ্রত নিজঞ্জন্মফল পায় ॥ এতেক শুনিয়া হৈল ইচ্ছা দেখিবার । তাহে অভিভূত জ্ঞান জন্মিল আমার ॥ সেইক্ষণে রাজ্য-ধন-জনাদি বৈভব । ৰাহ-অস্তরেতে করি পরিত্যাগ সৎ ॥ "জগন্নাথ জগন্নাথ' করি সঙ্কীত্তন । ওড্রদেশদিগে শীঘ্ৰ করিলু গমন । সেই ক্ষেত্র অচিরকালেতে পাইলাম । ক্ষেত্রবাসিজনসবে কীরনু প্রণাম | পরমবৈষ্ণব সেই সবার কুপায় । প্রবেশ করিলু পুরমধ্যেতে তথায় । তথাতি (বৃহদ্ভাগবতামৃত ২।১১৫২ )– স্বাদদর্শি পুরুযোত্তমবক্তচন্দ্রে। ভ্রাজদ্বিশালনয়নো মণিপুখ,ভাল: | স্নিগ্ধাভকাস্তিবক্রণাধরদীপ্তিরম্যে,৩শেষপ্রসাদfবকসংশ্মিভচন্দ্রি কাঢ়া; } * ॥ দূরে হৈতে দেখিলাম অতি শোভাতর ; শ্রীযুক্ত পুরুষোত্তম-বদনে দুবর } স্বপ্রকাশমান অতি বিশাল নমুন ! তিলকসমান মণি ভালে বিভূষণ । কান্তি অতি স্নিগ্ধ—সহ-জল জলধর । অরুণ-আধর-দীপ্তি কিবা মনোহর । অশেষ জনের প্রতি প্রসন্নতাচিত | তাহে বিকসিত মন্দহাস্য-জ্যোৎস্না:স্বত । দর্শন ! fরয় পেমে হইলাম হত । কম্পেতে নিরুদ্ধ দেহ হইল বিতত । রোমাঞ্চসমূহে যুক্ত হইলু তখন ! অশ্রুতে মুদ্রত তবে মম দুনয়ন ঃ গমনে মানস—কিন্তু নাহি শক্তি তায় । গরুড়ের স্তম্ভ পাইলাম কষ্টতায় । ততঃপর নিকটেতে করিয়া গমন । করিলাম বিশেষ প্রকারেতে দর্শন : দিব্য বস্ত্রীলঙ্কার মুমtলা বিরাঞ্জন । মনোলোচনের করে হর্ষবিবৰ্দ্ধন । লীলাক্রমে সিংহাসনোপরেতে মুস্থিত। ভোজন করিয়া মহাভোগ মনোনীত ।