পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ড়িতেীয় জঞ্জাfrয় শ্ৰীশবাধামদনমোহন জয়তাম । দ্বিতীয়ু আদি মাহাত্ম্যং স্বৰ্গাদীনা: ধথোস্তুপম ৷ সমাপেশ্চ বহির্দৃষ্টিস্তথা ভক্তিশ্চ মুক্তিত: • । জয়জয় শ্রীকৃষ্ণচৈতন্ত গুণধাম । জয় নিত্যানন্দ রৌহিণয় বলরাম ৷ জয়জয়াদ্বৈতচন্দ্র প্রণমিযে পায়। শ্রীচৈতন্যগুণ গাই যাহার কুপায় ॥ জয় রূপ সনাতন—বনিয়ে চরণ। শ্রীমদেগৗরাঙ্গের কায়বাহ দুইজন। জয় গৌরপ্রিয়বর্গ সাধুভক্তগণ । স্বাছাদের কৃপায় পাই গৌরাঙ্গচরণ। তবে গোপকুমার কহয়ে বিবরণ— । ছে মাথ,বশেষ্ঠ বিপ্ৰ ! শুনহ কখন ॥ যমুনায় বিশ্রামঘাটেতে করি স্নান । বৃন্দাবনমধ্যে তবে করিল প্রয়াণ । বু , বন, যমুনাপুলিন, তালবন । ভাণ্ডীরগহন, মধুবন, মছাবন ॥ রাধাকুও, হামকুণ্ড, গিরি গোবৰ্দ্ধন । ইচ্ছামত সৰ্ব্বস্থলে করিয়ে ভ্রমণ ীি করিয়া গোরস-পান আমি কদাচিত । পূৰ্ব্ববন্ধুগণের হইয়া অলক্ষিত । নিজ জপনীয় মগ্ন করিয়া ভজন । করিলাম মুখে কতদিবস যাপন ॥ এই বৃন্দাবনে নিত। সন্নিহিত হরি। নিরস্তর রাধাসহ ফিরেন বিচরি। কিন্তু সে-সময়ে কৃষ্ণকৃপা নাহি ছিল । বিশেষ ব্রজের তত্ত্ব তাহে না জানিল ॥ সেইহেতু শূন্যমত দেখি বৃন্দাবন। পুরুষোত্তমক্ষেত্র মনে হইল স্মরণ । জগaাথে দর্শনের উৎকণ্ঠা জন্মিল। পুনৰ্ব্বার ওড্রদেশে প্রস্থান করিল। পথে গঙ্গাতীরে দেখিলাম ততক্ষণ । ধৰ্ম্মাচারপরায়ণ কত দ্বিজগণ ॥ বিচিত্র শাস্থের বিজ্ঞ সেই সবজন । করিলু তাদের মুখে আশ্চৰ্য্য শ্রবণ— । আছে উদ্ধে অন্তরীক্ষে—স্বৰ্গ-নামে দেশ । দেৱতাগণের বাসস্থান সবিশেষ ॥ বাতাস-উপরে আছে যে সব ৰিমান । তাহে শোভাযুক্ত—তর ছঃখ বজামান ॥ জরা-শোক-রোগ-মরণ দি দোম যত তাহাতে রহিত—মহ সুখময় তত ; ভূমণ্ডলে পুণ্যকৰ্ম্ম উত্তম যে করে। সেইজন মুখবাস করে স্বৰ্গ'পরে ॥ শ্ৰীবামনদেবের যে জ্যেষ্ঠ সহোদর। স্বগের হয়েন রাজা—সেই পুরন্দর । যদ্যপিহ বিলস্বৰ্গ—যুক্ত শোভাজাল ; স্বতলে আছেন বিষ্ণু বলি দ্বারপাল । সপ্তম-পাতালেতে আছেন শেষরাজ । বিতলেতে বৰ্ত্তমান শ্ৰীকপিলরাজ ॥ রাবণের মদধ্বংসী দাসীক অতলে । রুদ্র-আদি দেবগণে শোভিত নিশ্চলে । ভূমিস্বগে সপ্তদ্বীপ নববর্ষ আর } সপ্তসিন্ধু নদনদী অনেক বিস্তার ॥ বিচিত্ররূপেতে কৃষ্ণপুঞ্জার উৎসব। নানাস্থানে নানামতে ঐবিগ্রহ সব । তাহে শোভমান ভূমিস্বর্গ অতিশয় । তথাপিহ উদ্ধতর দেবস্বৰ্গ হয । বিল-ভূমি-স্বৰ্গ হৈতে হয় ত বিশিষ্ট । দুইর উপরে যেন মুকুট গরিষ্ঠ ॥ যাহাতে শ্রীজগদীশ অদিতিনন্দন । ইন্দ্রের উপরে ইন্দ্র আছেন বামন ॥ 'উপেন্দ্র' তাহার খ্যাতি সেইহেতু হয় । অদ্ভুত র্তাহার বাৰ্ত্তা বিলক্ষণোদয় ॥ গরুড়ের উপরি করিয়া আরোহণ। ইতস্থত ক্রীড়ারপে করেন লমণ ॥ অমুরলকলেরে করেন বিনাশন। মনোহরতর লীলা আর যে বচন ॥ তাহে দেবগণে মুখ দেন নিরস্তর। নিজভ্রাতৃতায় হজ করেন পূজন ॥ এত শুনি মনোরথ তাহার দর্শনে । হইলাম তাহে অতি ব্যাকুলিত মনে । স্বর্গে শীঘ্ৰ উপেন্দ্রের দর্শন-কারণ। সঙ্কল্পপূর্বক করি স্বমন্ত্রজপন ॥ স্বল্পকালে বিমানে করিয়া আরোহণ । হুর্ষে স্বৰ্গপুরে আমি করিলু গমন ॥