পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

چا پb ওহে মন । জগদীশে উচিত যাদৃশ। এই স্থানে সুপ্রকাশ আছেন তাদৃশ । আকৃতি-সৌন্দর্য্য গুণ-বৈভবাদি যেই । নানা মহত্ত্বের সীমা প্রাপ্ত ব্যক্ত সেই ॥ চৈতন।প্রাপণ-লালনাদিরূপ সব । শ্ৰীলক্ষ্মীদেবীর স্নেহ কর অনুভব । তপোলোকদিতে দেখিয়াছ যেই ঈশ । তাহে বিলক্ষণ—নেত্রে দেখ জগদীশ ॥ মাথুর লীবু দাবন-ভূমির বিরহ । ত্যজ শোক —নীলাচলে গম্যেচ্ছ ত্যজহু ॥ ব্ৰহ্মজ্বাধিকারপ্রাপ্তে। ব্ৰহ্মার উপরে । জগদীশ্বরের যেন অনুগ্রহভরে ॥ সেইমত লালন যদ্যপি ইচ্ছা কর। তবে ত আমার বাক্য ওহে মন ! ধর ॥ সেই মহাপুরুষের আদিষ্ট মন্ত্রের। শক্তি-স্বারা ফলিবেক—ইতে নাহি কেৱ ॥ নিদ্রালীলা অবলম্ব কৈলা প্রভু পরে । যদ্যপি চিদৃঘনরূপে নিদ্রা দূরতরে ॥ প্রভুর নাভিজলোক-পদ্মে ব্ৰহ্মা তৰে । তদ্ধারা স্বষ্টির বিধি শিক্ষা করি সৰে ॥ ব্ৰহ্মাণ্ডের চর্ষ্য নিজাবশু প্রয়োজনে । তথা হৈতে বাহে ব্ৰহ্মা কৈলা আগমনে ॥ আমি সে প্রভুর মহাভূত রূপলার। পরম মহত্তাতে প্রসিদ্ধ দেখি আর ॥ নাভিপদ্মে চ দশ ভূবন জগত । সূক্ষ্মরূপে হেরিলাম একদা একতঃ ॥ গৃঢ়ভক্তিরহস্তের যেই উপদেশ । কহিলেন ভগবান ব্রহ্মারে বিশেষ । তাহ শুনি ব্ৰহ্মার যে প্রেমের প্রবাহু । দেখিয়া মুখেতে বাস কfরলু তথাহ ॥ সত্য ত্রেতা দ্বাপর কলি—এ চারি গণি । তাহার সহস্ৰে দিন, তেমত রজনী ॥ ব্ৰহ্মার দিবস রাত্রি এইমত হয় । প্রভাতে করেন স্বষ্টি, সন্ধ্যাকালে লয় । ব্ৰহ্মার দিনাস্তে যবে তিন লোক নাশে । জলময় হয় সব—একীর্ণবে ভাসে । শেষোপরি ভগবান এম্বার সহিত । শয়ন করিয়া প্ৰভু থাকেন নিশ্চিত ॥ জম-তপ:-সত্যলোকবাসি-ঋষিগণ । বিচিত্র বাক্যে বিষ্ণুর করেন স্তবন ॥ ব্ৰহ্মলোকপ্রভাবেতে আমি থাকি তথা । সেই মহা কৌতুক দেখিয়ে মুখ যথা । শ্ৰীমদ্ভাগবত অন্তৰ্দ্ধান হইয়া যদ্যপি ভগবান । কদাচিত গমন করেন কোন স্থান ॥ শোক হয় পুনঃ প্ৰভু কৈলে আগমন । মুলের সহিত ক্ষয় পায় ততক্ষণ । এইমতে ব্ৰহ্মার কতক দিন গত । প্রাতঃকালে একদিন ব্রহ্মা কৌতুকত: | মহাপ্রলয়ার্ণবেতে ফেনপুঞ্জজt ) { স্পর্শ করিলেন ব্রহ্মা তখনি সাক্ষাত ॥ তাহে মহাবলী এক জন্মিল অমুর । ব্রহ্মারে মারিতে যায় সেই দুষ্ট ক্রুর ॥ লুকাইলা ব্ৰহ্মা কোনস্থানে তার ভয়ে । ভগবান করিলেন সেই দৈত্য ক্ষয়ে । তবু ভয়ে বিধি না করিলা আগমন । ব্ৰহ্মতে আমারে প্রভু কৈলা নিয়োজন। আমি ভগবানের ভক্তির বৃদ্ধিহেতু । স্বজিলাম বৈষ্ণবসকল ধৰ্ম্মসেতু ॥ তবে ত সৰ্ব্বত্ৰেতে বৈষ্ণবসবাকারে } করিলাম নিযুক্ত সকল অধিকারে । অশ্বমেধ-আদি মহাযজ্ঞে ইতস্তত: | জগদীশ্বরের পুজা করিয়ে সম্মত n সমূহ আহলাদ আর চিত্তসস্তোষণে । করিলাম ব্ৰহ্মাণ্ডসকল প্রপূরণে ॥ মুক্তিধর বেদ যজ্ঞ আগম পুরাণ । ইতিহাস তীর্থ মহাঋষিগণtখ্যান । ব্ৰহ্মঋষিগণ বহু স্তব মম করে । তাহে মহা মত্ততায় ব্যাপ্ত কলেবরে ॥ সৰ্ব্ব হৈতে মহত্তম ব্ৰহ্মত্বাধিকার । হৈল সে পরমৈশ্বৰ্য্য যদ্যপি আমার ॥ নিজ অকিঞ্চলতা লা ত্যজি কদাচন । তথাপি ব্ৰহ্মার যেই করণীয়গণ ॥ তদ্ৰুপ-সমুদ্র যেই অনন্ত গভীর । তাহার তরঙ্গে মগ্ন হইলু অস্থির ॥ তদনুসন্ধানেতে ব্যাকুল হৈল মল ৷ পুৰ্ব্বমত ভক্তিমুখ না হয় প্রাপণ । দ্বিপরাপ্ত আয়ু নিজ করিলে শ্রবণ । কাল হৈতে ভয়াতুর হয় নিজ মন । নিজমন্ত্র জপি যদি নাশিবারে ভয় । এই ব্ৰঞ্জভূমির বিরহে দুঃখ হয় । শ্ৰীযুক্ত জগদীশ্বর পুত্রের সমান । করেন লালন মম মহাসুখ-দান ॥ তাহা অনুভব করি আমার নিশ্চয় । চত্তের বৈকল্যতা সকল নাশ হয় ।