পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই স্থান হৈতে অতি আনন্দ উত্তম । পাইবে চিত্তপূরক নিজ মনোরম ৷ আমার প্রসাদ-প্রভাবেতে যথাকাম । অষ্ট-আবরণ-মুক্তিপদে অবিরাম। ঐবৈকুণ্ঠলোকাদিতে করিবে ভ্রমণ । অনুভবিবে পরমাশ্চর্য্যশতগণ ॥ কতককালেতে পুত্ৰ ! শ্ৰীগোলোকধামে । শ্ৰীমদনগোপালের দর্শনাf-রামে ॥ পরিপূর্ণ সৰ্ব্ববাস্থ হৈয়া বৃন্দাবনে । আমাসহ ক্রীড়িবে সে নিজ-ইচ্ছা-মনে ॥ শ্ৰীবৃহদ্ভাগবতামৃত N ግ এই ত প্রকার শ্ৰীমদ্ভগবদাজ্ঞায়। হইলাম হর্ষশোকে আবিষ্ট তথায় ॥ র্তার সহ ক্রীড়া-আশে হৈল হর্ষ-মন ৷ তদ্বিরহ-জাত শোক হরল চেতন ॥ তবে এই শোভাযুক্ত শ্ৰীমদ্বন্দাবনে। মনোবেগ-তুল্য আইলাম সেইক্ষণে ॥ প্ৰণমিয়া শ্ৰী ল সনাতনের চরণ । দ্বিতীয়-অধ্যায়-ভাষ হৈল সমাপন ঐগুরু শ্ৰীপাদপদ্ম সদা অভিলাষ । ভক্তি মাগে শ্ৰীজয়গোবিন্দ বসু দাস ॥ ইতি শ্ৰীভাগবত মৃতে গোলোকমাহাত্ম্যখণ্ডে জ্ঞাননাম দ্বিতীমোহধ্যায়: | তৃতীয় জঞ্জfrয় অষ্টাবরণতো মুক্তিপদে প্রান্তে শিব গ্ৰত: | বৈকুণ্ঠপাসদৈকক্তং ততীয়ে ভক্তিলক্ষণম - । জয়জয় শ্ৰীকৃষ্ণচৈতন্ত দয়াময় । জয়জয় নিত্যানন্দ সদয়-হৃদয় ॥ জয়জয়াদ্বৈতাচাৰ্য্য করুণার সার । ইtহা হৈতে অবনীতে চৈতন্যবিতার ॥ জয়জয় ঐগুরুপদারবিন্দ সার । তৃতীয়-অধ্যায়কথা কহিয়ে বিস্তার ॥ মাধুরব্রাহ্মণে তবে করি সম্বোধন । কহিতে লাগিলা গোপকুমার তখন— । ব্ৰহ্মলোক চৈতে এই পুথীতে আসিয়া । দেখিলু আশ্চর্য সবদিগ নেহারিয়া । পূৰ্ব্ব দেব-মঙ্গুষ্যাদি যেস্থানে যে ছিল । কোথাও তাহার গন্ধমাত্র না দেখিল ৷ কেবল শ্ৰীমথুরা সে পূৰ্ব্বের সমান । তরু-গুল্ম-লতা-গিরি-আদি বিদ্যমান । রাধাকুও হামকুণ্ড কালিন্দীপুলিল । পশুপক্ষিমঙ্কুষ্যাদি কানন প্রবীণ ॥ পূর্বে যেইস্থানে যাহা ছিল ষেপ্রকার । সেইরূপ বিরাজিত—নহে অন্তাকার ॥ ক্রমস্ট্রগবদাজ্ঞা করিয়া মুম্মরণ । বৃন্দাবনমধ্যে আমি করিয়া ভ্রমণ ॥ 9 অন্বেষণ করি এই কুঞ্জেভে আইলু । প্রেমেতে মৃচ্ছিত নিজ গুরুরে দেখিলু ॥ জলসেচনাদি বহু প্রয়াস করিয়া। মুস্থ করিলাম তারে বহুত সেবিয়া ॥ প্রণত দেখি আমারে কৈলা আলিঙ্গন । মম বাঞ্ছা বুঝিলেন সৰ্ব্বজ্ঞ তখন ॥ নিভরপ্রেমবিভাবে শ্লেষ্ম অশ্র জল । ব্যাপ্ত ছিল কলেবর—দেখিলা সকল । যমুনাতে স্বান করি হৈলা পরিষ্কার । আমারে করিয়া তবে করুণার সার ॥ স্বদত্ত-মন্ত্রের ধ্যfন-ন্যাস-মুদ্রাদিক । উদ্দেশ দিলেন যথা বিধি বিশেষিক ॥ মুখেতে কিঞ্চিৎ, কিছু সঙ্কেতদ্বারায় । শিক্ষণ করাইলেন সকল সরূপায় । কহিলেন–নিজ এই সৰ্ব্বপ্রকরণ । প্রিয়তম তুমি, তাহে দিলাম এক্ষণ ॥ ইহার প্রভাবে আরো অমুক্ত সকল । জানিবে, পাইবে ইথে মনোমত ফল । মহtছর্ষে আমি তার পড়িলু চরণে । অন্তৰ্দ্ধান হইয়া কোথায় সেইক্ষণে ॥