পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*盤 ভক্তিবিনোদ চরিত সে পদ সম্বল মোর সেই মোর বল । তাহ ধরি পাই আমি গৌর পদতল ৷ সেই পদতলে মোরে আছাড়ি আছাড়ি । কাদিয়া আকুল হই সে পদ না ছাড়ি ॥ যদি কভু গুরু প্রতি অবজ্ঞা করিব । অবশ্য তাহার ফলে দুৰ্গতি লভিব ॥ তখন গেীরের পদ হইবেক ভারি। চলিবেন মোর তবে আর জারি জুরি ॥ স্বপ্নেও না ভাবি আমি সেই ভাব পাব । গুরুকৃপা হ’তে কভু বঞ্চিত হইব ॥ সৰ্ব্বনাশ নাহি চাহি করিতে আমারে । গুরুদেব দয়া করি রাখ মোরে ধ’রে ॥ তুমিত দেখাবে মোরে রাধাকৃষ্ণ লীলা । যেমত খেলাবে তুমি খেলিবত খেলা ৷ তাই তব পদ আমি জাপটিয়া ধরি । মাথে করি রাখি আর কেঁদে কেঁদে মরি ॥ অগতির গতি তুমি অনাথের বন্ধু। ত্ৰাণ করিবারে পার এই ভবসিন্ধু। গৌরাঙ্গের নিজজন তুমি মহাশয় । গৌরাঙ্গের তত্ত্বকথা তোমা কাছে রয় ॥ গৌরাঙ্গের লীলা খেলা ভাল জান তুমি । ভক্ত চোখে প্রকাশিলে গেরিলীলা ভূমি।