পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূক্তিবিনোদ চরিত Ե-{a অজ্ঞান আমরা সব কিছু নাহি জানি । জড় চোখে বিসস্বাদ সৰ্ব্বদাই মানি ॥ জড় চক্ষুঃ ছাড়া চক্ষুঃ আর একটা আছে। শিখিয়াছি তাহ আমি থাকি তোমা কাছে ॥ অজ্ঞান মূরখ লোক জড় চক্ষুঃ ল’য়ে। বাদ বিসম্বাদ করে বুদ্ধি শূন্য হয়ে ॥ চিচ্চক্ষুঃ খুলিবে আর কেমন প্রকারে ॥ সাধু কৃপা ব্যতিরেকে না সস্তবে তারে ॥ তাই ভাই বলি আমি সাধু সঙ্গ কর । দয়ালঠাকুর পদে তব মাথা ধর । অসাধু জনের ভাই কাছে না যাইবে । অসাধু জনের মুখ কভু না হেরিবে৷ অসাধুর সঙ্গ ভাই কভু না করিবে । অসাধু নিকটে এলে উঠি চলি যাবে। অসাধুর শিক্ষা প্রাণে কভু না বরিবে। অসাধুর লেখা বহি কভু না পড়িবে। অসাধু ভুলাবে তোম। সাধু পথ হতে। যোষিৎ-সঙ্গী করি দিবে নরক যাহাতে ॥ অসাধু থাকেত সদা মায় খেল৷ ল’য়ে। সদাই বর্জিবে তারে সশঙ্কিত হ’য়ে ॥ অসাধু কবলে যেই পড়ে একবার। সাধু সঙ্গ গুরু কৃপা সব নষ্ট তার ॥