পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

茨> ভূক্তিবিনোদ চরিত SSAS SSAS SSAS SSAS SSAS হরি হরি বলি সবে গগন ভরিল। হরিনামে সকলেতে মাতিয়া উঠিল ॥ সকলেতে মুখে বলে হরি হরি হরি । হরি না বলিলে মুখে কাদে গৌরহরি । কেহ বা জ্ঞানেতে বলে কেহ বা অজ্ঞানে । যে পারিল যেমনেতে মনে আর ধ্যানে ॥ সকলেই হরি বলে সাধু পাপী মিলি । শত্রু আর তুষ্টে দেয় হরি ব’লে গালি ॥ শ্রীবাস পণ্ডিত-ঘরে হরি নাম রোল । উঠিল আনন্দে মাতি করিয়া কল্লোল। গদাধর মহাশয় মিলিল গৌরেতে । গদাই-গৌরাঙ্গ তত্ত্বে পূজিল ভকতে ॥ নবদ্বীপ বৃন্দাবন অভিন্ন সে তত্ত্ব। যেথা সব লোক দেখে গৌরের মহত্ত্ব ॥ কৃষ্ণলীলা সেইস্থানে ফুরিল আবার । গেীর কৃষ্ণ বলি লোক জানিলেক সার ॥ ংশরূপী চাদ কাজী করে অত্যাচার । কাজিকে সম্বোধি মামা করিল উদ্ধার ॥ জগাই মাধাই সবে উদ্ধার করিল । হরিনাম দিয়া ভবরোগ প্রশমিল ॥ কৃষ্ণের লীলায় চক্র তমঃ নাশ করে। গেীরের লীলায় প্রেম জীবেরে উদ্ধারে ॥