পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত సె: -്ക്കുകയും ബ്..... প্রেমের ঠাকুর হন গেীর ভগবান। প্রেমে মাতোয়ার। হ’য়ে প্রেম দেন দান ॥ অপূৰ্ব্ব প্রেমের স্রোত গড়াইয়া যায়। যাহা লভি জীবগণ স্বীয়ধাম পায় ॥ সে প্রেমের মূল হয় গৌরাঙ্গ চরণ । গেীর কৃপা নাহি হ’লে বৃথা সে জীবন ॥ সে গেীর উদিল আসি গঙ্গ। পূৰ্ব্বতীরে। ষোল ক্রোশ নবদ্বীপ নদীয়া নগরে ৷ সে নগর মধ্যে হয় মায়াপুর স্থান । যথা জন্ম নিল আসি গেীর ভগবান ॥ “নবদ্বীপে বঙ্গে ভাগিরথী স্রোতস্বতী । যমুনা মিলিয়া ধায় হ'য়ে বেগবতী ॥ স্বরস্বতী মিলে আসি ভাগিরথী জলে । ধরিতে গৌরাঙ্গ পদ শ্বেতপদ্ম দলে ॥ ভাগিরথী পূৰ্ব্বতীরে গোলোক মায়াপুর। শচীগৃহে শোভে যথা গৌরাঙ্গ ঠাকুর । সে ঠাকুর দ্বাপরের শেষে বৃন্দাবনে । রাসক্রীড়া কৈল রাধিকাদি গোপীসনে। গোলকের নিত্যধন পারকীয় রস । বৃন্দাবনে নিত্য লীলা করিল প্রকাশ । সে ঠাকুর পুনঃ নিজ যোগ মায়াপুরে । আনিল গৌড়েতে রস আস্বাদন তরে।