পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె\9 ভক্তিবিনোদ চরিত কৃষ্ণলীলা কালে যেই বাঞ্ছা না পূরিল। গৌরাঙ্গ লীলাতে তাহ পূর্ণ করি নিল ।” “মোরে প্রণয় করি রাধা পায় কিবা সুখ। মোর মাধুর্য্য আস্বাদনে রাধার কত যে কৌতুক ॥ আমার অনুভবে রাধার সৌখ্য কি প্রকার । নায়ক হয় নাহি বুঝি এ সুখের সার ॥ অতএব রাধার ভাবকান্তি লঞা গৌর হব । কৃষ্ণ মাধুৰ্য্যাদি ভক্তভাবে আস্বাদ পাইব ॥ এত ভাবি কৃষ্ণ নিজধাম লঞা গৌড়দেশে । নবদ্বীপে প্রকাটল স্বয়ং আনন্দ আবেশে ॥” এ সকল কথা ভাই নিজে না বলিয়া । মহাজন বাক্যে বলি সাধু কৃপা পাঞ ॥ সেই সে গৌরাঙ্গ লীলা সীমা যার নাই । যার অন্ত খুজিলেও অন্ত নাহি পাই ॥ নবদ্বীপে গোর লীলা প্রকাশ হইল । গেীর পদরজে ধন্য নবদ্বীপ হ’ল । ও স্থান মহিম। ভাই জান ভালমতে । দেবতার বাঞ্ছা যাতে বসতি করিতে ॥ সৰ্ব্বকালে মহাতীর্থ নবদ্বীপ ধাম । গেীর প্রিয়স্থান যাহে হয় হরিনাম ॥ অদ্যাপিও সেই লীলা করে গৌররায়। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায় ৷