পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত مناهج জগতের স্বামী গেীর যবে চলি গেল । সেই দিন হতে গৃহে আঁধার হইল ॥ সে আঁধারে থাকি আমি আলে। নাহি চাই । এপার ওপার করে বৃথা কষ্ট পাই ॥ জনশূন্ত হইয়াছে এবে মায়াপুরে । সেই জন্য থাকি অামি দ্বার রুদ্ধ ক’রে ॥ ও দ্বার খুলিতে মোর ইচ্ছ। নাহি আছে । আর মুখ দেখাব ন সমাজের কাছে ॥ নিভৃতে বসিয়া আমি ঘরের ভিতরে । গৌরাঙ্গের পদসেবা করিব অস্তরে ॥ গৌরমাতা শচীদেবী সেও চলে গেল । ঈশান যে ভূত্য ছিল সেহ না রহিল ॥ এক আমি কয়দিন থাকিব জগতে । কেন তুমি সাধ মোরে কুলিয়। যাইতে ॥ গৌরাঙ্গের দাস তুমি গেীর কৃপাপাত্র। আমার দুঃখের দুঃখী হইয়াছ মাত্র ॥ গৌরাঙ্গের ইচ্ছা যদি আমাকে নড়াতে । অবশু নড়িব আমি তার মন যাতে ॥ মায়াপুর জনশূন্ত হইবে কখন। ভাবি নাই,শচীগৃহে এসেছি যখন। গৌরাঙ্গের খেলা সব কি আর বলিব । চল বংশী এবে আমি কুলিয়া যাইব ॥