পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

冷冷 ভক্তিবিনোদ চরিত গৌরমূৰ্ত্তি ল’য়ে যাবে তথায় পূজিব। দূর হতে মায়াপুর প্রণাম করিব ৷ মায়াপুর পরপারে কুলিয়া সে হয় । এপার ওপার মাত্র মধ্যে গঙ্গা বয় ॥ .” গঙ্গা বহে কুলে কুলে তাই সে কুলিয়া । অদ্যাপিও তারে ডাকে কুলেদ বলিয়া ॥ গঙ্গার নগর মাঠ এবে চড়া ভূমি । তাহে দাড়াইয়া দেখ কুলিয়ার জমি। উত্তরবাহিণী গঙ্গা হইয়া চলিয়া । গঙ্গানগরেতে গিয়া দেখেত নদীয়া ॥ তথা হতে পূৰ্ব্বোত্তরে আরও কিছু গিয়া । দক্ষিণাভিমুখী গঙ্গা বহেন চলিয়া ॥ তাহাতেই দ্বীপ প্রায় কুলিয়া নগর । প্রায় চারিদিকে গঙ্গ। অতীব সুন্দর ॥ কুল কুল কুল রবে গঙ্গা প্রবাহিছে। যে দিকে ফিরাও অাখি কুল রহিয়াছে। মনোহর স্থান ছিল কুলিয়া নগর। দেবানন্দে দয়া করে গৌর সুন্দর ॥ বিষ্ণুপ্রিয় দেবী যবে মায়াপুর মায়। এড়াইয়া গেল যথা গৌরাঙ্গের দয়া ॥ আপনে হইল ভ্যক্ত মায়াপুর ভূমি। চিহ্নশ্বন্ত শীঘ্ৰ হ’ল ভক্ত মন দমি৷