পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত Y so তথাপিও ভক্তগণ জাপটিয়া ধরে। মায়াপুর রজে গিয়া গড়াগড়ি করে । বহিস্ফুৰ্থ জনে নাহি জানিতেত দেয় । লুকাইয়া নিভৃতেতে তথায় বেড়ায় ॥ গুপ্তভাবে রাখে স্থান ভজনের রীতি । মায়াপুর প্রাণমন তাহাতে পীরিতি ॥ মায়াপুরে নিত্যলীলা করে গৌররায় । ভক্তের ঠাকুর তিহু ভক্তে দেখা দেয় ॥ অভক্ত জনেতে কথা বুঝিবে কেমনে । নেড়ানেড়ী মায়াবাদী কিছুই না জানে ॥ অবিদ্যা সম্বল যার তার চক্ষুঃ নাই। অবিদ্যা লইয়া মজে চক্ষে দিয়া ছাই॥ জুড়েতে দেখেত তারা মায়াপুর স্থান। জড় বুদ্ধি করি তারে দূরে ল’য়ে যান। কান্তি রাঢ় বলি এক জড়বাদী ছিল। মায়াপুর দেখিবারে শকতি নহিল ॥ মদন গোসাঞি তার সঙ্গে যোগ দিয়া । মায়াপুর দেখে রামচন্দ্রপুরে গিয়া। মায়ার সে খেলা তাহ জানিবে সকল। বুদ্ধি ঘুচাইয়া করে মনুষ্যে বিকল । লিখিলে লেখনী তার কলুষিত হয়।