পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు తి (t ভূক্তিবিনোদ চরিত AA SAMSMSAAAAS SAAAAAS AAAAA SAAAAA AAAAA মনের উল্লাসে সবে মায়াপুরে ধায়। মহানন্দে প্রসাদ ভুঞ্জে আর নাচে গায়। অপূৰ্ব্ব দর্শনে মাতে সকল লোকেতে। হরি হরি বলে সবে প্রফুল্ল মনেতে ॥ অপূৰ্ব্ব তুলসীবনে মায়াপুরে সবে । গড়াগড়ি দেয় আর পদরজে ডুবে । ভকতিবিনোদ প্ৰভু ধরি মহাশক্তি। চতুর্দিকে দেখে শুনে হৃদে ধরি ভক্তি ৷ ভকতিবিনোদ জয় সৰ্ব্বলোকে দেয় । গৌরাঙ্গের পদরজ সৰ্ব্বলোক পায় ॥ মায়াপুর যোগ পীঠে শ্ৰীমূৰ্ত্তি স্থাপিয়া। পরানন্দ আনে প্রাণে ঠাকুর মাতিয়া ॥ দয়াল ঠাকুর প্রভু ভকতিবিনোদ । তোমার কল্যাণে ধরা করেছে আমোদ ॥ তোমার দয়ার কথা বলিতে না পারি। নবদ্বীপে গৌরলীল দেখালে প্রচারি। তুমি না দেখালে জীব দেখিতে পেত না । মূঢ় জীব সৰ্ব্বদাই ভুগিত যাতনা। অচ্যুতের প্রিয়পাত্ৰ তুমি দয়াময়। অচ্যুতের বলে কর ত্রিভুবন জয় ॥ নবদ্বীপ প্রকাশিয়া কি আনন্দ দিলে। সকল ভকত প্রাণ কিনিয়া লইলে ॥