পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ օ Պ ভক্তিবিনোদ চরিত ,তোমার রচন তবে চারিদিকে গিয়া । নদের মাহাত্ম্য লোক জানেত পড়িয়া । গৌরাঙ্গের লীলাভূমি তবেত জানিল । ; ; নদে সম তীর্থ নাহি তবেত মানিল । সকল লোকের যবে চক্ষু ফুটি গেল। দলে দলে ক্রমাগত নবদ্বীপে এল ॥ tএখন দেখহ গিয়া নবদ্বীপ ময় । , , কত লোক বাস করে কত হাট হয় ॥ - বড় বড় বাড়া এবে উঠেছে বৃহৎ । বহু অর্থ ধনরাশি হয়েছে মজুৎ ॥ অৰ্দ্ধলক্ষ লোক আজ নবদ্বীপে বসে । চারিদিকে ধায় আর বেড়ায় উল্লাসে । এ সব কারণ তুমি তাহ। আমি জানি । তুমি কৃপা করিয়াছ তাহা আমি মানি । যথায় তোমার গতি বহুলোক ধায় । তুমিত নির্জনে থাক নির্জন কোথায়। তুমি গেলে ক্ষেত্রবাসে বালির উপরে। সেখানেতে লোক গেল তোম পদধ’রে ॥ |ಾಣಿ কুটার তুমি করিলে নির্জনে । অসংখ্য প্রাসাদ তবে হ'ল সেই স্থানে। স্বৰ্গদ্বারে কেহ নাহি কহু মাড়াইত। এখন দেখহ তথা জন সঙ্গ কত ॥