পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত Heb সেইরূপ নবদ্বীপ ভরিয়াছে এবে । লোক আর লোকালয় তাহা ধামভেবে ॥ মহাজন মহিম। সে জানি যে নিশ্চয় । মহৎ পদরজ বিনা কিছু নাহি হয় ॥ নবদ্বীপ চিরদিন বিদ্বানের স্থান । সরস্বতী বর পুত্র করে অবস্থান ॥ পুৰ্ব্বে যবে সেন বংশ রাজত্ব করিত। কতই পণ্ডিত তার সভাতে বসিত ॥ শ্ৰীধর শ্রীহলায়ুধ ধোয়ী আদি জন । মহাদৰ্পে বিদ্যাচর্চা করিত তখন ॥ শ্ৰীলক্ষ্মণসেন যবে সিংহাসনে ছিল । জয়দেব গোসাঞি তার সভাতে বসিল ॥ জয়দেব রচনা সে বৈষ্ণবের প্রাণ : শ্ৰীগীতগোবিন্দ যাহা সুধা করে দান ॥ জয়দেব বসতি সে শ্ৰীনাথ পুরেতে। ভরদ্বাজ পুৰ্ব্বে ছিল ভারুই ডেঙ্গাতে ॥ লক্ষণের ঢিবি হতে জয়দেব স্থান। অৰ্দ্ধক্রোশ মধ্যে মাত্র আছে ব্যবধান ॥ যবনের হস্তে যবে নবদ্বীপ গেল । নবদ্বীপ বিদ্যাসূৰ্য্য তেজত কমিল। তথাপি বিদ্যার্থিগণ সদা তথা আসে। বিদ্যাভাস করে আর আনন্দেতে বসে।