পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ১৩ ভক্তিবিনোদ চরিত মনে করে সেই জীব নিজ শক্তিবলে । আমি বলি তাহা নহে তাতে পুড়ে জলে ৷ ভক্তকৃপা শূন্ত হলে বিষম বিপদ । ভক্ত কৃপা লভি তারা করে গো-সম্পদ ॥ যদিও তাহার করে বিরুদ্ধাচরণ । ভক্তগণ কভু নাহি করে অন্তমন । সৰ্ব্বদাই দয়া করে সেই সব জনে । অজ্ঞব্যক্তি কি বুঝিবে ভক্ত কৃপাধনে । ভকতিবিনোদ প্ৰভু তোমার এ দাস । তোমা পদরজ বিনা নাহি করে আশ ৷ সেই পদ পেলে তবে বুঝিব তখন। কেমনে পাইতে হয় গেীর পদধন ৷ গৌরপদরত্ন যার হৃদয়ে পশিল । রাধাকৃষ্ণ প্রেম তার তখন ধরিল ৷ কৃষ্ণপ্রেম ব্যতিরেকে কিছু নাহি চাই । জয় রাধাকৃষ্ণ বলি নাচি আর গাই। ভকতিবিনোদ পদ কৃষ্ণদাস আশা । অগতির গতি উহ, উহাই ভরসা ॥ ইতি ষষ্ঠ পরিচ্ছেদ সমাপ্ত । క్షిస్తహ్రీ