পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SX2 SSAAAS S SS MMM SAAAAASA SAAAAA AAAA SAAAAA SAAAAA গোবিন্দ শরণে দিল গ্রাম রাজ্য ধন ৷ যাহাতে গোবিন্দপুর হইল পত্তন ॥ রামচন্দ্র বলি তার ছিল এক নাতি । হাটখোলা আসি যেই করিল বসতি ॥ তার পুত্র কৃষ্ণ চন্দ্র অতীব মহান । যার পুত্র জগৎমান্ত মদনমোহন ॥ অদ্যাপিও গয়া তীর্থে যদি তুমি যাও । দেখিয় তাহার কীৰ্ত্তি র্তার যশ গাও ॥ প্রেস্তশিল উঠিবারে সিড়ি নাহি ছিল। বহু লক্ষ টাকা দিয়া তাহা গড়ি দিল ॥ আর তার কত কীৰ্ত্তি দেখিবে তাহার । পুণ্যতীর্থে বেড়াইলে পাবে সমাচার ॥ র্তার পুত্র রামতনু বদান্ত প্রধান । সৰ্ব্বস্ব করিয়া দান হন পুন্তবান ॥ শ্রীরাজবল্লভ হন তাহার তনয় । যোগবলে সিদ্ধ তিনি যোগেতে তন্ময় ॥ শ্ৰীআনন্দচন্দ্র তার পুত্রগুণধাম । ভগবদ্‌কৃপা যাতে ছিল অবিরাম ॥ মোর প্রভু তার পুত্র হয়ে জনমিল । কলিজীব উদ্ধারের পথত খুলিল । এইত কহিল আমি বংশ পরিচয় । মাতৃকুল বর্ণনের উচিত ত হয়।