পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇ ) ভক্তিবিনোদ চরিত AeAMAMS যে দিকে দেখেন তিনি সেই দিকে ভাই । বহিমুখ জন সঙ্গ রহেছে তাহাই ৷ সেই সব জনে তবে কৃপা প্রকাশিল । প্রভূশিক্ষা গ্রন্থ তবে রচনা করিল। আচারি প্রচারি যবে তাহাদের তরে । দেখাইল শিখাইল যাতে মন হরে ॥ দুর্ভাগ। আবদ্ধ জীব মায়া পাশে থাকি । কেহ বা বুঝিল কিছু কেহ দেয় ফাকি ॥ যে যেরূপ পস্থালয় সেইরূপ কৰ্ম্ম । অর্জন করিয়া ভবে ভুগে ফলধৰ্ম্ম ॥ জগতেতে বহুলোক ফলকামী হয়। ফলের তরেতে ঘুরে বৃথা কষ্ট পায় ॥ তাদের উদ্ধার তরে ঔষধ যে হয় । তাহারা না জানে তাহ আঁধারেতে রয়। বাল্যকালাবধি প্রভু তাদের উদ্ধারে । অতি ব্যস্ত হয়ে সদা চিন্তেন অস্তরে ॥ শ্ৰীবীরনগর নাম উলা যারে বলে । বড় এক জনপদ আছিল সে কালে ॥ জন্মিলেন প্রভু তথা ঈশ্বরের ঘরে । হইল পবিত্র ধাম শ্ৰীবীরনগরে ॥ আনন্দে ভাসিল সব উলাগ্রামবাসী । মহাভোজ মহোৎসব হইল রাশি রাশি ॥ XX