পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ১৩২ عجمیع می-s প্রভুর শিষ্যের কথা না হ’ল বর্ণন । প্রভু শাখা জগতেতে হয় অগণন ॥ তাহাদের নাম ধাম অনেক সে কথা । তাহাদের নৃত্য গীত অপূৰ্ব্ব বারত ॥ ভজন সাধন আর রস আস্বাদন । কত যে করিল তারা তাহ বা কেমন ॥ শুদ্ধ মূল বৃক্ষ তবে কেমনে বাড়িল । মূল শাখাগণ তাহে কেমনে জন্মিল । ছোট ছোট শাখ। তাহে কতই হইল । সে সকল শাখা তবে কি কাৰ্য্য করিল ॥ এ সকল কথা হয় অদ্ভুত ব্যাপার। যাহা জানি শুনি হয় লোকে চমৎকার ॥ নবদ্বীপ অভিন্ন সে বৃন্দাবন তত্ত্ব । বৃন্দাবন নবদ্বীপ ধামের মহত্ত্ব ॥ মায়াপুর যোগপীঠ শ্ৰীগোলক স্থান । যথা জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। অষ্ট দল পদ্ম মধ্যে কণিকা সে হয়। চিন্তামণি রত্নময় গৃহ যাহে রয় ॥ অষ্টদল অষ্টদ্বীপ নবদ্বীপ ধাম । নিত্য অবস্থিত শ্বেতদ্বীপ মধ্যে নাম ॥ সেই যোগ পীঠ প্রকাশিয়া মোর প্রভু। জীবের কল্যাণ করে ক্ষান্ত নহে কভু ॥