পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 o' ভক্তিবিনোদ চরিত আর নাহি সরে বাণী দেশবাসী জন । ভকতিবিনোদ প্রভুর লও গো শরণ। র্তাহার শরণ লঞা হও তার গণ । অচিরাতে পাবে গৌর কৃষ্ণ প্রেমধন ॥ চারিশত অষ্টাবিংশে শ্রীগোক্রমধামে । ভনিল এ কৃষ্ণদাস রত কৃষ্ণ নামে ॥ স্বানন্দ-মুখদ কুঞ্জে গুরু পদাঙ্গয়ে । থাকি যাহা শুনিয়াছে গ্রস্থিত করিয়ে । সকল বৈষ্ণব পদে প্রণাম করিয়া । বিদায় মাগিছি এবে অবনত হঞ। ॥ বৈষ্ণবের পদরজ বৈষ্ণবের দয়া । শিরেতে সৰ্ব্বদা ধরি আনন্দিত হঞা। ভকতিবিনোদ পদ কৃষ্ণদাস আশা। অগতির গতি উহ, উহাই ভরসা ॥ ইতি সপ্তম পরিচ্ছেদ সমাপ্ত । ঐশ্ৰীগেtঙ্কমচন্দ্রাপণমস্ত ।