পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত এই কলিকালে জীব হ’য়ে আত্মহারা । বিষম সঙ্কটে রহে ঠিক যেন চোরা ॥ কলি আনুগত্য বিনা অন্ত গতি নাই । ভক্তি-ভক্ত সঙ্গ বিনা থাকে কলি ঠাই ॥ সেই কলিযুগ হয় বহুবর্ষ ধরি। সকল জীবেরে হুঃখ দেয় বুদ্ধি হরি ॥ জীব নানা দুঃখ পায় উপায় রহিত । এইরূপে কাটে কাল দুঃসঙ্গ সহিত ॥ ধন মদে জন মদে সদা মত্ত হ’য়ে । থাকে জীব চক্ষুহীন অজ্ঞান আশ্রয়ে ॥ ভাল মন্দ নাহি বুঝে সদা আত্মম্ভরি। আপন কল্যাণ নাহি ধরে যত্ন করি ॥ এমতে বিস্তৃত হয় পাপরাজ্য তবে। পশু প্রায় হ’য়ে বদ্ধ জীব ভ্ৰমে ভবে ॥ তাহাদের দুঃখ দেখি ভাবে জনাৰ্দ্দন । জীব উদ্ধারিতে এবে হবে প্রয়োজন ॥ সে কারণ আপনি না আসিলে ধরায় তমোগ্রস্ত জীব নাহি পাইবে উপায় ॥ এমতে চিন্তিল হরি বহু দয়া করি । জীব মধ্যে প্রকটিব স্বয়ং অবতরি। যেমতে আসিল তি’হ দ্বাপরের শেষে । সেই ভাবে পুনরায় আসিবে এ দেশে ॥