পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত SAAAAAA SAAAAA AAAAMAMMAMAAAA বিষ্ণু অবতায় যদি আগে পাঠাইল । তথাপি তাহার কার্য্যে ফল না হইল ॥ বিষ্ণুর আবেশে বুদ্ধ অবতীর্ণ হ’ল। বৌদ্ধমত প্রচারিয়া দেশ আচ্ছাদিল ॥ তাহাতে জীবের কিছু মঙ্গল না হয়। চারি দিক অন্ধকার ঘটে বিপৰ্য্যয় ॥ দুষ্টমত প্রবেশিয়া ধৰ্ম্ম করে নাশ । কেবল নিৰ্ব্বাণ বুদ্ধি শূন্ত হলে শ্বাস ॥ ঈশ্বরের দয়া তাতে অবরুদ্ধ হয়। জীবের প্রারব্ধ কৰ্ম্ম লভে তাহে জয় ॥ বৈদিক প্রক্রিয়া আর যত শিষ্টাচার । লুপ্ত হয় অসরলে বিভ্রমে বিচার । লোক সব মিথ্যা জ্ঞানে দৰ্প মহা করি । অনন্ত দুঃখেতে মরে বিস্মরি শ্রীহরি ॥ এ সকল দেখি পুনঃ ভাবে ভগবান। জীবের কল্যাণ তরে ঘুচাতে অজ্ঞান। তখন পাঠাল সেই শিব শক্তিধর। শঙ্কর আচাৰ্য্য নামে শুষ্ক জ্ঞানিবর ॥ তিহ আসি বৌদ্ধমত উপাড়ি সমূলে। ফেলিলেক দূরকরি ধরিয়া ত্ৰিশূলে । মায়াবাদ প্রচারিয়া বৌদ্ধমত নাশি । দেখাল জীবেরে পথ সমর্থ প্রকাশি ॥