পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনে চুস্থিত যদিও বাহিরে তিনি বিভিন্ন প্রকার । তথাপি জগতে তিনি বিষ্ণুভক্তসার । যে সময়ে যাহা চাহি তাহা নাহি হ’লে । বিষম বিপদ তবে ঘটে সৰ্ব্বস্থলে ॥ সৰ্ব্বকালে ইহা সত্য জানিবে নিশ্চয় । তা না হলে বিশ্বকার স্বষ্টি ব্যর্থ হয় ॥ সে কারণ রুদ্ররূপী আচার্য্য শঙ্কর । বৌদ্ধ মত খণ্ডি খণ্ডি করিল জর্জর । অশুদ্ধ অদ্বৈতবাদ মুখে বেদ মানে । ফল কিছু নাহি দেখে রহি শুষ্ক জ্ঞানে ॥ আপনে বৈষ্ণব তিহু ভক্তি অভিলাষী। লোক ভুলাইতে হন মায়াবাদী স্বাসী ৷ সময়ের উপযুক্ত বিচার স্থাপন । করিলেন দেখাইয়। জ্ঞান বিমোহন ॥ ব্রাহ্মণ আচার পুনঃ সমাজে সংসারে। শ্রীতি মত বলি স্থাপে সকল প্রকারে । প্রচারিয়া নীলাচলে বুদ্ধ সঙ্ঘ ধৰ্ম্ম । জগন্নাথে সুভদ্রায়ে বলরামে মৰ্ম্ম ॥ কাদিলেন হাহা করি কবে দিন হবে। যবে জগন্নাথ তার চক্ষেতে বসিবে। জগন্নাথ অষ্টক শ্লোক রচনা করিয়া । নিজ ছঃখ জানালেন প্রেমানন্দে হিয়া ॥