পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏ ዓ . ভক্তিবিনোদ চল্পিত AAMAMAeSeAMS সৰ্ব্বদেব পূজ্য সেই নদের ঠাকুর। যাহারে ভুলিয়া মোরা হইত কুকুর। তাহার দোহাই দিয়া অপধৰ্ম্ম প্রচারিয়া, কলির প্রভাবে লোক কতই করিয়া । বঞ্চনা করিতেছিল অন্যে ঠকাইয়া । দয়াল ঠাকুর তবে ভকতিবিনোদ । কলির প্রভাব নাশ যাহার প্রমোদ । শ্রীচৈতন্ত কৃপা লয়ে, অপধৰ্ম্ম বিনাশিয়ে, শুদ্ধ মত পুনঃ স্থাপি জগত তারিল। অপূৰ্ব্ব বৈষ্ণব তত্ত্ব প্রস্ফুটিত হ’ল ৷ জয় শ্ৰীকৃষ্ণচৈতন্য জয় প্রভু নিত্যানন্দ। জয়াদ্বৈত গদাধর শ্ৰীবাসদি ভক্তবৃন্দ ॥ সপার্ষদে গৌরচন্দ্রে প্রণতি করিয়া । দীন হীন আমি কিছু বলি বিবরিয়া ॥ দয়াল ঠাকুর মোর ভকতিবিনোদ । র্তাহার চরণ বন্দি তাহাতে প্রমোদ । সে চরণ কৃপাবলে এ পামর ধন্ত । সেই সে আমার বল আমার সে গণ্য ৷ র্তার কৃপা নাহি যাতে কেমনে সে জীবে । মদ মত্ত রহি সদা আপনে ভুলিবে ।