পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত 〉* প্রমত্ত জগত মাঝে দুর্দণ্ড প্রতাপে । আপনাকে প্রতিষ্ঠিবে লোকে যাতে কাপে ৷ পর দুঃখে সুখী হবে অসুরের ভাব । পর সুখে দুঃখী হবে তাহার স্বভাব ॥ ভগবান ভুলি হবে নিজে ভগবান। আপন পতন আনি করিবে বিধান ॥ চৈতন্ত প্রভুর পদে হবে অপরাধ । তাহাতেই মিটিবেক আপনার সাধ । এ সব দুর্জন দেখি মনে হুঃখ পাই । ভক্তি পথে তাহাদের আনিবারে চাই ॥ তাই আমি করযুড়ি করি এ প্রার্থনা। মোর নিবেদন প্রভু শুনহে আপন ॥ কলিচেলা জীব সব কেমনে তারিবে । তোমা প্রতি ভক্তি শিক্ষা কবে বা করিবে । তুমি যদি দয়া কর তবে ত নিস্তার। নচেৎ তাদের হবে কেমনে উদ্ধার ॥ দয়া করি জীবে লহ গৌরাঙ্গ চরণে। তাদের কল্যাণ তরে মোর নিবেদনে ॥ আমি অতি মূঢ়মতি পাষণ্ড পামর। আমার কাকুতি প্রভু করহ আদর। তুমি না শুনিলে প্রভু কারে নিবেদিব। গেীর পাদপদ্ম আমি কেমনে লভিব।