পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇవీ ভক্তিবিনোদ চরিত SeeAeeMAAA AAAAA কৃষ্ণের সংসার সদা ভক্তজন করে । অবোধ মানব বুদ্ধি দেখিবারে নারে ॥ হিংসা দ্বেষ পরবশ সেই সব ব্যক্তি । বৈষ্ণব চিনিতে যার নাহি আছে শক্তি ॥ “আত্মবৎ মন্ততে জগত ভাবে যেই জন । বৈষ্ণবে অবৈষ্ণব বুদ্ধি হয় যার মন ॥ অবৈষ্ণবে বৈষ্ণব বুদ্ধি যেই জন করে। কৰ্ম্মের বিপাক তার ঘাড় চাপি ধরে ॥ প্রতিষ্ঠাশ কুটিনাট লঙ্ঘিতে না পারে। সৰ্ব্ব জীবে কৃষ্ণদাস বুদ্ধি নাহি করে ॥ বৈষ্ণব আকৃতি ধরি কৰ্ম্মাশ্রিত হ’য়ে। শঠতা করিয়া বুলে আপনে বঞ্চিয়ে ॥ সরল ভাবেতে ভাই ভক্তি শিক্ষা কর । হরি ভজনেতে মন নিষ্ঠা করি ধর । গ্রাম্যবার্তা গ্রাম্য কথা পরিত্যাগ করি । নির্জনেতে হরি ভজ হরিকে স্মওঁরি ॥ আর যদি সন্ন্যাসীর বেশ তুমি ধর । বৈরাগীর ধৰ্ম্ম যদি আচরণ কর ॥ তবে রঘুনাথ শিক্ষা শিরে সদা ধরি । পালিবে চৈতন্য শিক্ষা স্মওঁfর ঐহরি ॥ বৈরাগী করিবে সদা নাম সংকীৰ্ত্তন । মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ ॥