পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীগেীর গদাধরাস্তাং নমঃ । পরিচয় | এই শ্ৰীমদ্ভক্তিবিনোদ চরিত খানি শুদ্ধ বৈষ্ণব মাত্রেরই প্রাণের ধন ও নিত্য পাঠ্য । বৰ্ত্তমান কালে শুদ্ধভক্তিকে যেরূপ ভাবে লণ্ড ভণ্ড করিয়া মায়াবাদ সংশ্লিষ্ট ভক্তিকে ভক্তি আখ্যা দিয়া প্রচার হইতেছে তাহাতে অনেকেই সেই ভ্ৰমময় পথকে প্রকৃত পথ মনে করিয়া সেই পথে অগ্রসর হইয়া চলিতেছেন । বিশুদ্ধ দীন হীন ভাবে না থাকিয়া স্বীয় প্রতিষ্ঠা ও বহু অর্থ ব্যতীত কৃষ্ণ সেবা হয় ন। বলিয়া নিজের ভোগ বুদ্ধি করতঃ যে ধৰ্ম্ম আজ কাল প্রচার হইতেছে উহ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের অনুমোদিত নহে । তিনি আচারে ও প্রচারে শ্ৰীমন্মহাপ্রভুর শিক্ষাগুলি যেরূপ শুদ্ধ ভাবে দিয়া গিয়াছেন তাহারই অমুসরণ করাই শুদ্ধ ভক্তি রক্ষার একমাত্র উপায় । আমাদের প্রকৃত বন্ধু ভক্ত শ্ৰীল কৃষ্ণদাস সেই সকল শিক্ষণ যেরূপ ভাবে রক্ষা করিতে পারা যায় তাহার জন্য এই অপূৰ্ব্ব গ্রন্থ খানিতে স্পষ্টরূপে অনেক শিক্ষা বলিয়া গিয়াছেন । শুদ্ধ ভক্তির তেজ তাহার মধ্যে থাকায় তিনি নিৰ্ভীক ভাবে স্পষ্ট করিয়া সকল কথাই জগতের উপকারার্থ লিখিয়া রাখিয়া গিয়াছেন। এই পুস্তক খানি অশুদ্ধ ভক্তি আশ্রিত ব্যক্তি মাত্রেরই মনঃপুত ন হইতে পারে কিন্তু প্রতিষ্ঠা শূন্য প্রকৃত রূপান্থগ ভজনশীল