পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ՀԵ বৈষ্ণবের চিহ্ন ধরে বৈষ্ণব সে নয়। গৌরাঙ্গের পদে তারা অপরাধী হয়। সেই অপরাধে তার জন্ম জন্মাস্তরে। বুলয় চৌরাশী কোট নরক ভিতরে ॥ " ভণ্ড পাষণ্ডীর মুখ না দেখিবে ভাই । নির্জনেতে হরিনাম সদা কর তাই ॥ যদি ভাগ্যবলে সত্য সাধু সঙ্গ পাও । তাহা হলে আপনাকে তার পদে লও ॥ এইত কহিল ভাই শাস্ত্রের সে কথা । ইথে ভাল নাহি লাগে যাও যথা তথা ॥ বৈষ্ণব হইতে যদি ইচ্ছা কর ভাই । সাধু সঙ্গ ব্যতিরেকে উদ্ধারত নাই। সেই সাধু যথা তথা নাহি মিলে সদা। কোন কালে কোনক্রমে মিলিবেক কদা ॥ বাহ্যিক জগতে র্তার প্রকাশ না হয়। কাছে থাকিলেও র্তারে দেখিতে ন পায় ॥ সে সকল সাধু নাহি জানে ভগুগিরি। সৈন্য সাজাইয়া নাহি করে কারিকুরি। ভাড়াটিয়া দ্বারা নাহি নাম জারি করে। বুজ রুগী নাহি জানে রহে নিজ ঘরে ॥ দোকান পশার তার কিছু নাহি আছে। ধর্মের ব্যবসা কভু নাহি তার কাছে।