পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t) ভক্তিবিনোদ চরিত আমার সমান, কত অভাজন, র্তাহার কৃপায়, লভেছে উদ্ধার। র্তার পদে স্থান, যে জন পেয়েছে, র্তাহার নাহিক, ভয় লেশ আর ॥ গেীর নিজ জন, ভকতিবিমোদ, গৌর পদাশ্রয়, জীবন র্যাহার। র্তাহারে যে জন, ন। ধরিল হায়, কি হবে উপায় বৃথা জন্ম তার ॥ গেীর শিক্ষামৃত, হতেছিল যবে, লুপ্তপ্রায় ভাব, মনুষ্য অস্তরে । অধৰ্ম্ম আচার, ছল ধৰ্ম্ম শিক্ষা, ধৰ্ম্ম ভান করি, ঢুকিল ভিতরে ॥ তখন কেবল, চক্ষু অন্তরালে, দুই একজন, সাধু মহাজন । নির্জনে থাকিয়া, ভজনা করিত, ভুলেছিল সবে ভক্তি মহাধন। ভকতিবিনোদ, দয়াল ঠাকুর, যেই হরিনাম, ব্রহ্ম হরিদাস । সদাই গাইয়া, উদ্ধারিল জীব, তাঁহাই জগতে, করিল ৰিকাশ ॥