পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত や想 শ্ৰীঅদ্বৈত নিত্যানন্দ প্রভুগণ সনে । গদাধর শ্রীবাসাদি সব ভক্তখনে ॥ হরিনাম সংকীৰ্ত্তন প্রবর্তন করি । পতিত জনেরে তবে উদ্ধারিল হরি ॥ সেই হরিনাম মন্ত্র একমাত্র সার। তাহা বিনা কলিকালে কিছু নাহি আর ॥ প্রেমময় ভগবান শ্রীচৈতন্য হরি। আপামরে বিলাইল কিছু না বিচারি ॥ অতএব মালী আজ্ঞা দিল সবাকারে । র্যাহ তাহ প্রেমফল দেহ র্যারে তারে ॥ ভারত ভূমেতে জন্ম হইল র্যাহার। জন্ম সার্থক কর করি পর উপকার ॥ মথুরাতে পাঠাইল রূপ সনাতন। দুই সেনাপতি কৈল ভক্তি প্রচারণ ॥ নিত্যানন্দ গোসাঞে পাঠাল গৌড়দেশে । তি’হ ভক্তি প্রচারিল অশেষ বিশেষে ॥ আপনি দক্ষিণ দেশে করিলা ভ্রমণ । গ্রামে গ্রামে কৈল কৃষ্ণ নাম প্রচারণ ॥ শ্ৰীক্ষেত্রের সেনাপতি স্বরূপ রামানন্দ । র্যার সঙ্গে পান প্রভু সৰ্ব্বদা আনন্দ ॥ এ সকল বর্ণিয়াছে কৰি কৃষ্ণদাস। কবিরাজ গোস্বামী সে মহান উদাস ॥