পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vo ভক্তিবিনোদ চরিত র্তাহার চরণ রেণু পাইবার আশে । ভক্ত কৃপা ভিক্ষা করি থাকি ভক্ত পাশে ॥ চৈতন্ত দাসের দাস সেই কৃষ্ণদাস । শ্রীরূপ রঘুনাথ পদে র্যার আশ । শুদ্ধভক্তি কৃপা করি তি'হ প্রকাশিল । চৈতন্ত চরিতামৃত বর্ণনা করিল ॥ বাঙ্গালা ভাষায় গ্রন্থ অপূৰ্ব্ব রচনা। যেই পড়ে প্রেম পায় এড়ায় যন্ত্রণা ॥ কৃষ্ণদাস কৃপ। যার নাহি লাভ হয়। আমি জানি সেই জন মহা দুঃখ পায় ॥ চৈতন্তের দাস সেই ছয় মহাজন। প্রচার কার্য্যেতে র্যারা স্বেচ্ছাকৃত হন ৷ গোসাঞি গোসাঞি বলি সে ছয় গোসাঞি । চৈতন্তের কৃপা পাত্র আদি অন্ত নাই ॥ ভগবান লীলা সাঙ্গে অন্তধর্শন হ’লে । সে ছয় গোসাঞি বসে বৃন্দাবন স্থলে ॥ তথায় বসিয়া সবে আনন্দ ভজনে । নিত্য লীলা ফুৰ্ত্তি সদা করে মনে মনে ॥ শুদ্ধভক্তি রক্ষা কাৰ্য্য র্তাহারাই জানে। তাই সে সকল কথা রাখে সংগোপনে ॥ তাহাদের সনে রহে ভূগর্ভ গোসাঞি। লোকনাথ মহামতি রহে যার ঠাই ॥