পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূক্তিবিনোদ চরিত יל9א শ্রীজীব গোস্বামী শেষে প্রধান পণ্ডিত । রক্ষা করে শুদ্ধ ভক্তি হইয়া চিন্তিত ॥ কেমনে চৈতন্য শিক্ষা জগতে থাকিবে । কেমনে সকল জীব উদ্ধার হইবে ॥ এই চিন্তা ঘনে ঘনে মনেতে করিয়া । চৈতন্য চরণে রহে আত্মসমপিয় ॥ শ্রীনিবাস নরোত্তম আর শু্যামানন্দ । এই তিন আসি তবে করিল আনন্দ ॥ শ্ৰীনিবাসাচাৰ্য্য প্রভু পণ্ডিত উত্তম । তাহাতে মিলিভ হ’ল শু্যাম নরোত্তম ॥ ইহঁাদের কথা সব দেখিবে আনন্দে । প্রেমবিলাসেতে আর গ্রন্থ কর্ণানন্দে ॥ ভক্তিরত্নাকর গ্রস্থে বর্ণনা বিস্তর । করিয়াছে ঘনশু্যাম দাস মনোহর ॥ স্ত্রীনিবাসাচাৰ্য্য প্রতি শ্ৰীজীব গোসাই । সকরুণ হ’য়ে দেন যাহা শিক্ষা পাই ॥ অপূৰ্ব্ব চৈতন্য শিক্ষা আর গ্রন্থ রাজি। কণ্ঠেরভূষণমালা অমূল্য সে সাজি । র্তার আজ্ঞ। শিরে ধরি শ্ৰীনিবাসাচাৰ্য্য। সে গ্রন্থরাজিরে বঙ্গে আনিবার কার্য্য ॥ গ্রহণ করিল ইর্ষে নির্ভয় অস্তরে। নরোত্তম শ্যামানন্দ চলে সঙ্গ ধ’রে ॥