পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&: সিন্দুকে পুরিল সেই ভক্তিশাস্ত্ৰ সবে। মহাহর্ষে লয়ে আসে আনন্দ উৎসবে । বনবিষ্ণুপুরে আসি গ্রন্থ চুরি গেল। শ্ৰীনিবাসাচাৰ্য্য তবে ফাপরে পড়িল । চৈতন্তের খেলা সব কেইবা ভাবিবে। কেমনে কাহার দ্বারা কি কাৰ্য্য হইবে ॥ নরোত্তম শ্যামানন্দ কাদিয়া আকুল । শ্ৰীনিবাস ভগ্নোৎসাহে হইল বাতুল ॥ ঠাকুর শ্রীনরোত্তম দুঃখে নিমগন । শু্যামানন্দ প্ৰভু সনে করিল মনন ৷ দেশে গিয়া হরিনাম প্রচার করিবে । চৈতন্তের শিক্ষা বিনা কিছু না মানিবে ॥ আচাৰ্য্য প্রভুর কাছে বিদায় মাগিয়া । দুইজনে বহু কষ্টে চলে দুঃখে হিয়া ॥ এদিকে আচাৰ্য্য প্রভু জানিলেক তথ্য। ঐবীরহাম্বির চুরি করিলেক সত্য। বনবিষ্ণুপুর রাজা শ্ৰীবীরহাম্বির। লুটপাটে অগ্রগণ্য না হয় সে ধীর। শ্ৰীনিবাসাচার্য্য তবে বহু যত্ন করি । তাহাকে আনিল ক্রমে ভক্তি পথে ধরি। আচাৰ্য্যপ্রভুর পদে মাথা বিকাইয়া । ঐীবীরহাথির তবে কাদিয়া কাদিয়া ॥