পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8》 ভক্তিবিনোদ চল্পিত و همه عیسی میبایی میر امیر عامه مییامی অপূৰ্ব্ব কীৰ্ত্তন স্থষ্টি করিয়া জগতে । সকলের চিত্ত টানি লন এক মতে ॥ পুৰ্ব্ব কালে কালোয়াতি স্থরতাল ছিল। শ্ৰীআচাৰ্য্য প্রভু তারে নব ভাব দিল ॥ যে সুরে যে তালে তালে কীৰ্ত্তন করিল। রাণীহাটী বলি লোক তাহাকে বরিল ॥ সেই কালে নরোত্তম ঠাকুর মহাশয়। গরাণহাটীর সৃষ্টি করি দেন জয় ॥ সে অপূৰ্ব্ব স্বরতাল যে শুনিল কানে । গৌরাঙ্গের প্রতি শ্রদ্ধ হইল তাহানে ॥ নরোত্তম ঠাকুরের প্রার্থনা যে শুনে । শুদ্ধভক্তি পায় আর মুগ্ধ হয় গুণে ॥ গরাণহাটর গান অতি সুমধুর। যেই শুনে চিত্তে মুখ পায়ত প্রচুর ॥ আর এক গান সৃষ্টি সেই কালে হয়। যাহার জনম দাতা মিত্র মহাশয় ॥ নৃসিংহবল্লভ নাম রাজুরে নিবাস । র্তারে ও ঠাকুর বলি লোকের বিশ্বাস ॥ মনোহরসাহীর স্থষ্টি করে সেই জন । যাহা শ্রবণেতে পশি মুগ্ধ করে মন ॥ কাটোয়ার সাতক্রোশ পশ্চিমে সে স্থান । নরসিংহ বল্লভের যথা অবস্থান ॥